নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক বৌদ্ধ বিহার পাহাড়পুুরে ৮ম শতাব্দীতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে ঐতিহাসিক পাহাড়াপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদ।
শনিবার ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টায় বদলগাছী উপজেলার পাহাড়পুর আদিবাসী উ”চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে আয়োজিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পাহাড়পুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান তিতু।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, পাহাড়পুর ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, নওগাঁ সাহিত্য পরিষদের আহবায়ক আশরাফুল নয়ন,বদলগাছী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম পল্টন,
পাহারপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জহরুল ইসলাম,বিএনপি সভাপতি আব্দুল আজিজ,যুবলীগের সভাপতি আমিনুর রহমান,পাহাড়াপুর বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাত্র পরিষদের,আহবায়ক সামসুজ্জামান হিরা,পাহাড়পুর আদিবাসী ও গোবরচাপা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় মামুনুর রশীদ প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার প্রায় দুই হাজার মানুষ মানববন্ধনে অংশ গ্রহন করেন। বক্তারা পাহাড়পুরে ৭৮১-৮২১ অব্দে এশিয়া মহাদেশের প্রসিদ্ধ যে বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবি জানান।