বাগেরহাটে কর্মজীবি নারীর নতুন প্রকল্প “বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকদের দক্ষতা এবং নেতৃত্ব বিকাশ শীর্ষক প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার রাখাল গাছি ইউনিয়নের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আব্দুল দেওয়ান শাফি, প্রকল্প কর্মকর্তা শেখ রুবেল আহমেদ, ফিল্ড অর্গানাইজার হাসিবা আক্তার। এছাড়াও রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বর, সংরক্ষিত মহিলা মেম্বর, এই প্রকল্পের সুবিধাভোগি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত নারী শ্রমিকবৃন্দ।
এসময় প্রকল্পের সমন্বয়কারী বলেন, এই প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে যে সকল কাজ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল, এই কাজের সাথে সংযুক্ত বিভিন্ন সংস্থা/অফিসের সাথে নেটওয়ার্কিংমিটিং, গবেষনা করে তার ফলাফল নিয়ে স্টেক হোলডারদের সাথে আলোচনা করা, নারী শ্রমিকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন, ২৫০জন পুরুষ শ্রমিকদের সচেতনতা মুলক প্রশিক্ষন, দিবস উদযাপন র্যালী ও সমাবেশ আয়োজন ইত্যাদি। এছারাও স্থানীয় ও জাতীয় পর্যায়ে এডভোকেসি সভা ও করা হবে বলে জানান তিনি