করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শ্রীমঙ্গলে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে স্থানীয় চৌমুহনা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ইসমাইল মাহমুদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান কাজল’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক শাহ আরিফ আলী নাসিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি এমএ রকিব, সহ-সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ও মো. আব্দুস শুকুর এবং সাংগঠনিক সম্পাদক এহসান বিন মুজাহির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসিম, প্রচার ও দপ্তর সম্পাদক সোলেমান আহমেদ মানিক, অর্থ সম্পাদক কাওসার ইসলাম শাওন, সদস্য অলক চৌহান রাহুল, মো. আশিকুর রহমান চৌধুরীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।
সভাস্থল থেকে অর্ধসহস্র মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন উপস্থিত সবাই। পাশাপাশি বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতা মূলক পরামর্শও প্রদান করা হয় সভাস্থল থেকে।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন-করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে বের হলে প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। আপনারা জানেন অনেকেই টিকা নিয়েছে। এরপরেও আমাদের সবাইকে মাস্ক পরতে হবে।
অনুষ্ঠানে সভাপতি ইসমাইল মাহমুদ বলেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ-এ শ্রীমঙ্গল উপজেলাকে সুরক্ষিত রাখার লক্ষ্যে শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরণের উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন এবং মাস্ক বিতরণ করা হবে’।