অস্বাভাবিক হারে বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। তবুও টিকা নিতে আগ্রহী নন ভারতীয় জনগণ। লোকজন যেন টিকা নিতে আসে সে জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়।
জানা গেছে, রাজ্যের রাজকোটে খোলা হয়েছে করোনার টিকাদান কেন্দ্র। সেখানে টিকা নিলেই নারীদের দেয়া হচ্ছে সোনার নাকছাবি। আর পুরুষদের দেয়া হচ্ছে ব্লেন্ডার। স্থানীয় মানুষের মধ্যে টিকা নেয়ার প্রবণতা বেড়েছে এই উদ্যোগের ফলে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ২৩ লাখ ৬৬ হাজার ৪৫৯ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৭২ হাজার ১৪৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৬৬ লাখ ৫৯ হাজার ৩৬ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৪৭৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৫ হাজার ৫৭৭ জনের। সূত্র : হিন্দুস্তান টাইমস।