কুড়িগ্রামে লিটল কেয়ার অস্ট্রেলিয়ার আর্থিক সহায়তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরন করা হয়েছে।
খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি প্যাকেজে ছিল, দেড় কেজি ওজনের একটি মুরগী, ১০ কেজি চাল, ১কেজি চিনি, ৩ কেজি আলু,২ প্যাকেট সেমাই,১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ কেজি পিয়াজ।
সোমবার (২ মে) দুপুরে কুড়িগ্রাম শহরের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল হাসান, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ রিয়াজুল হক,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সাজু,জোবেদা বাতিঘর নারী কল্যান সংস্থার সভাপতি ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড.শাহানাজ বেগম নাজু প্রমুখ।
ঈদ উপহার পেয়ে জমিলা বেগম নামের এক নারী বলেন, আমরা গরীব মানুষ, সব সময় দু-বেলা খাবারের চিন্তাই থাকি। ঈদে এই উপহার পেয়ে ঈদের দিনের চিন্তা আর নেই,কয়েকদিন ভালো মত চলতে পারবো।
জোবেদা বাতিঘর নারী কল্যান সংস্থার সভাপতি ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ ড.শাহানাজ বেগম নাজু বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দুস্থ ও অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমি তারই ধারাবাহিকতায় শতাধিক মানুষের মাঝে ১ হাজার টাকার একটি করে প্যাকেজ হাতে তুলে দেয়া হয়েছে। এই প্যাকেজে থাকা খাদ্য সামগ্রী ৫-৭দিন খেতে পারবেন তারা। সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই উপহারটুকু তুলে দিতে পেরেছি এটাই আমার আত্ম তৃপ্তি।