আকস্মিক বন্যায় সিলেটে পানিবন্দি মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছে নরসিংদীর মনোহরদী উপজেলার মানবতার কল্যাণে নিয়োজিত সামাজিক সংগঠন ইউসুকা ফাউন্ডেশন।
রোববার (২২ মে) সকাল থেকে মনোহরদীর সামাজিক সংগঠন ইউসুকা ফাউন্ডেশনের চেয়ারম্যান মালয়েশিয়া প্রবাসী ও একজন বিশিষ্ট ব্যাবসায়ী মোহাম্মদ সৌরভ হোসেনের নির্দেশে ফাউন্ডেশনের কর্মকর্তাগণ সিলেটের জালালাবাদ থানার ইাটখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও নগদ টাকা বিতরণসহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন।
এ সময় তারা বন্যা কবলিত এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের লোকজনের মাঝে চিড়া, চিনি, ওরস্যালাইন, কেক, বিস্কুটসহ মিনারেল ওয়াটার বিতরণ করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসেন বলেন, সিলেট অঞ্চল ভয়াবহ বন্যায় ভাসছে। মানুষের ঘর-বাড়িতে পানি ঢুকে পড়েছে। স্কুল, কলেজ, মাদরাসাগুলো মারাত্মকভাবে বন্যাকবলিত। সাধারণ মানুষের ঘরে খাবার নেই। গবাদিপশুর খাদ্য নেই। লোকালয়ে পানি প্রবেশ করছে।
এ রকম দুর্যোগ মুহূর্তে মানুষের কল্যাণে তারা সাধ্যানুযায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বিত্তশালীদেরও তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। বিতরণ কাজে সার্বিক সহয়োগিতা করেন শাকিল গাজী, আলি হোসেন, দিপু, নাসির হোসেন, রাকিব, শাহজাহান ও আনোয়ার প্রমুখ।