কুড়িগ্রামে নিজের ব্যাটারি চালিত অটোরিকশায় পছন্দের বিশ্বকাপ ফুটবল দল আর্জেন্টিনার পতাকা এঁকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন আশরাফুল ইসলাম (৩২)। আশরাফুল ইসলাম কুড়িগ্রাম পৌর শহরে একতা পাড়া গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে।তিনি ৫ম শ্রেনি পর্যন্ত লেখাপড়া করেছেন। আগে প্রিন্টিং প্রেসে কাজ করতেন এখন অটোরিকশা চালিয়ে সংসার চালান তিনি
আর্জেন্টিনার প্রতি সমর্থন আর মেসির প্রতি অগাধ ভালোবাসায় ৭ হাজার টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকার আদলে রঙে রাঙিয়েছেন অটোরিকশাটি।তার এই অটোরিকশাটির শোভনীয় রঙ কুড়িগ্রামের পথে প্রান্তরে সব বয়সী মানুষের নজর কাড়ছে।
আশরাফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়,ছেলে বেলা থেকে তিনি আর্জেন্টিনার ঘোর সমর্থক।লোকমুখে ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার খেলার গল্প শুনে আর্জেন্টিনা দলের প্রতি তার সমর্থন শুরু হয়।পরবর্তীতে লিওনেল মেসির খেলা দেখে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা ও উম্মাদনা আরো বেড়ে যায়। বিশ্বকাপ ফুটবল খেলার সময় এলে তিনি বাড়িতে আর্জেন্টিনার পতাকা উড়াতেন।
এমন কি! বিশ্বকাপ ফুটবল ২০২০ এর সময় নিজের প্রিয় শখের বাই সাইকেলটি
আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করেছিলেন তিনি।তবে এবারে ভিন্ন মাত্রায় দলের সমর্থন আরো বিকশিত করতে জীবিকা নির্বাহের একমাত্র বাহনটি জুড়ে পছন্দের দলের পতাকার রঙ লাগিয়ে ফুটবল সমর্থকদের উৎসাহ যোগাচ্ছেন।
অটোরিকশা দেখতে আসা আবু সুফিয়ান বলেন, আমি নিজেই আর্জেন্টিনার একজন সমর্থক। আশরাফুল ইসলাম ভাই আমাদের প্রিয় আর্জেন্টিনা ফুটবল টিমের প্রতি সমর্থন দেখে যে কাজটি করেছেন তা দেখে ভালো লাগলো।আমরা আর্জেন্টিনা দলের সমর্থকরা,আশা করি এবার বিশ্বকাপ জিতবে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনা।
আশরাফুল ইসলাম বলেন,আমার বিশ্বাস আর্জেন্টিনা সব ফুটবল দলকে হারিয়ে সেরা ট্রফিটি জিতে নিবে।আর্জেন্টিনার পতাকার রঙে আমি আমার নিজের অটোরিকসা রঙ করেছি।তবে নিজ দেশের কথা মাতৃভূমির পতাকার কথা ভূলে যাই নাই।আগে নিজের দেশ,পরে পছন্দ ও সমর্থনের বিষয়।আমার অটোরিকসায় প্রিয় বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীক ছবি এঁকে নিয়েছি।
তিনি আরও বলেন,আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আছি এবং থাকবো। বর্তমানে দলটি আগের তুলনায় অনেক এগিয়েছে।ক্লাবগুলোতে বেশ ভালো খেলেছে। আশা করছি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে।
অটোরিকশার যাত্রী মোঃ রাজু বলেন,আমার বয়স ৫৭ বছর।ছোটবেলা থেকে আমি আর্জেন্টিনার ভক্ত।বিশেষ করে ম্যারাডোনার খেলা দেখতে খুব ভালো লাগতো। বর্তমানে মেসি ভালো খেলে।আর্জেন্টিনার পতাকা কিংবা আর্জেন্টিনার পতাকার আদলে কোন কিছু তৈরী করা দেখলে আমি সেখানে ছুটে যাই।কুড়িগ্রামে আশরাফুল ইসলাম অটোরিকশায় আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করেছন। আমার এই অটোরিকশা চড়ে খুব ভালো লাগছে।
কুড়িগ্রাম জেলার ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ লোবান হাসান বলেন,বিশ্বকাপ ফুটবল এলেই ফুটবল প্রেমীরা তাদের সমর্থিত দলের পতাকা উড়ে থাকে।এটা বিচিত্র কোন বিষয় নয়।আমি লোকমুখে শুনেছি,অটো চালক আশরাফুল তার অটোরিকশায় রঙ দিয়ে আর্জেন্টিনার পতাকা এঁকে নিয়েছে।তবে বিশ্বকাপ ফুটবল নিয়ে যাতে কোন অপ্রতিকর কোন ঘটনা না ঘটে সে বিষয় সবাইকে সচেতন থাকতে হবে।