নরসিংদীর মনোহরদীতে বিজয় দিবস উপলক্ষে চারটি দরিদ্র পরিবারের মাঝে দুইটি হুইল চেয়ার ও দুইটি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেন কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উপজেলার চারটি দরিদ্র পরিবারের হাতে বাড়ীতে গিয়ে দুইটি হুইল চেয়ার ও দুইটি সেলাই মেশিন তুলে দেন তিনি।
উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মানিক মিয়া ও চন্দনবাড়ী ইউনিয়নের আসাদনগর গ্রামের মারফতি বাড়ির ফাতেমা আক্তারকে সেলাই মেশিন এবং চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া বইসকার বাড়ির কামাল হোসেনের প্রতিবন্ধী মেয়ে শিমু আক্তার ও একদুয়ারিয়া ইউনিয়নের একদুয়ারিয়া গ্রামের হুগুলিয়া পাড়ার মিয়ার উদ্দিনের বাড়ির শারীরিক প্রতিবন্ধী মোঃ হারুন মিয়াকে হুইল চেয়ার প্রদান করেন। এছাড়াও বেলাবতে অসহায়ের মাঝে নগদ অর্থও বিতরন করেন তিনি।
এসময় কাজী মো. মাজহারুল ইসলাম বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের সরকার। এ সরকার সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। এই সরকারের প্রত্যেক নেতাকর্মী একটি নিবেদিত প্রাণ। তাই আমি ও আমার পরিবারের পক্ষ হতে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই সেলাই মেশিন প্রদানের ধারাটি আমার চলমান থাকবে।