যথাযথ মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আনন্দ-উদ্বেলের মধ্যদিয়ে নরসিংদীর মনোহরদীতে উদযাপিত হলো বিজয় দিবস। শুক্রবার ভোরে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়।
উপজেলা সদরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান।
পুষ্পস্তবক অর্পণ শেষে মনোহরদী সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও কুচকাওয়াজে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন। মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে।
এসময় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। জুমার নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে উপজেলার মসজিদে বিশেষ মোনাজাত এবং দুপুরে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
এছাড়াও বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদির নেতৃত্বে বিজয় র্যালী করেন মনোহরদী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।