নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে ১১ মামলায় ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় মনোহরদী বাজারের বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট ও মাছ বাজারে এ অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ/মূল্যবিহীন মোড়কযুক্ত পণ্য ও জাটকা মাছ বিক্রির অপরাধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের নেতৃত্বে মনোহরদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ- ২০০৯ এর বিধান অমান্য করে মেয়াদোত্তীর্ণ-মূল্য উল্লেখ বিহীন মোড়কযুক্ত পণ্য বিক্রি; মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন- ২০১০ আইনের বিধান অমান্য করে লাইসেন্সবিহীনভাবে মৎস্য খাদ্য ও পশুখাদ্য বিক্রি; মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ এর বিধান অমান্য করে জাটকা ইলিশ বিক্রি করার অপরাধে ১১ ব্যবসায়ী-প্রতিষ্ঠানকে ১১টি মামলায় ৩৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তাদের সেবা নিশ্চতকল্প ও বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়েছে। মেয়াদোত্তীর্ণ-মূল্য উল্লেখ বিহীন মোড়কযুক্ত পণ্য বিক্রয়, লাইসেন্সবিহীন মৎস্য খাদ্য ও পশুখাদ্য বিক্রয় বা জাটকা মাছ বিক্রয় পরবর্তীতে না করার জন্য নির্দেশনা প্রদান কর হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায় ছিলেন, মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ, সার্টিফিকেট সহকারী মো. সজিব ফকির, মো. জাহাঙ্গীর আলম, টুটুল ভাস্পর ও মনোহরদী থানা পুলিশ ফোর্স ।