নরসিংদী মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়ন ও মনোহরদী পৌরসভার পার্শ্ববর্তী স্থানে অবস্থিত ১৭নং চন্দনবাড়ী (কোনাপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (২২ মার্চ) সকালে স্কুলের হলরুমে এর নূরুন্নাহার ইপির সভাপতিত্বে ১১ সদস্য বিশিষ্ট স্কুল ম্যানেজিং কমিটি ঘোষনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. মিজানুর রহমান হিরনকে সভাপতি করা হয়।
কমিটিতে অভিভাবক, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে প্রধান শিক্ষকের সভাপতিত্বে সভাপতি নির্বাচিত করা হয়েছে বিশিষ্ট শিক্ষানুরাগী ও আশা (এনজিও) কর্মকর্তা মো. মিজানুর রহমান হিরনকে। পদাধিকারবলে সাধারন সম্পাদক হয়েছেন অত্র বিদ্যলয়ের প্রধান শিক্ষিকা নূরুন্নাহার ইপি।
এছাড়াও সহ-সভাপতি ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি পদে মো. রফিকুল ইসলাম , সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি আছমা আক্তার, অভিভাবক প্রতিনিধি সদস্য মো. নয়ন, হানিফ, হাসিনারা ও বিথী, বিদ্যুৎসাহী মহিলা সদস্য ফাতেমা আক্তার, বিদ্যুৎসাহী পুরুষ সদস্য মো. ইসরাইল, স্থানীয় ইউপি সদস্য।
নবনির্বাচিত কমিটির মেয়াদকাল আগামী ৩বছর। কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি স্কুলের সার্বিক সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।