পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর মনোহরদীতে দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান মরহুম ডা. আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২৫০ জন বেকার, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
শুক্রবার (২৪ মার্চ) সকালে নরসিংদী জেলা মনোহরদী উপজেলার পাঁচকান্দি গ্রামের নিজ বাড়িতে তাঁর নিজস্ব অর্থায়নে ২৫০ জন
রোজাদার মানুষের মাঝে এ ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন মরহুম ডা. আব্দুর রশিদ মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লাহ্।
ইফতার সামগ্রীর মাঝে ছিল ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ১কেজি সয়াবিন তৈল, ১কেজি মুশুরির ডাল, ১ কেজি মুড়ি ও আধা কেজি খেজুরসহ প্রত্যেককে ৫শত টাকা করে নগদ অর্থ বিতরণ করেছেন।
প্রত্যেক রমজান মাস উপলক্ষে তার নিজস্ব অর্থায়নে রোজাদারদের মাঝে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে থাকেন।
ইফতার সামগ্রী বিতরণকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।