নরসিংদীর মনোহরদীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু চিরদিন’ এর উদ্যোগে শতাধিক নিম্ন আয়ের পরিবারকে রমজান উপলক্ষে সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সহায়তা কার্য্যক্রমের প্যাকেট বিতরন সম্পন্ন করা হয়।
মনোহরদীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু চিরদিনে’র উদ্যোগে শুক্রবার শতাধিক নিম্ন আয়ের পরিবারকে রমজান উপলক্ষে এই সহায়তা বিতরন করা হয়েছে। সংগঠনের মনোহরদীস্থ কার্যালয়ে এ সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়। এর প্রতিটি প্যাকেটে ছিলো শাড়ী, লুৃঙ্গি, চাল, ডাল, তেল, চিনি ও খেজুর।
এ সময় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক নরসিংদী শাখার ব্যবস্থাপক মাহবুবুর রহমান সোহেল, ট্রাষ্ট ব্যাংকের কর্মকর্তা আনোয়ার হোসেন আঙ্গুর, এস এম সি কর্মকর্তা শামসুল হক, সোনালী ব্যাংক কর্মকর্তা পরিতোষ দে, ফকির শামসুল হক মিঠু, অধ্যাপিকা মাহমুদা নাছরীন শিউলী, প্রধান শিক্ষিকা আমিনা পারভীন মুক্তা ও বন্ধু চিরদিনের সহযোগী ব্যাংক কর্মকর্তা শেখ বিলকিস আক্তার মুনমুন প্রমুখ।