বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া যৌথ এক বিবৃতিতে বলেন, আমরা অধ্যাপক ড. আব্দুস সালাম ভূঁইয়ার মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। তিনি অত্যন্ত কোমল হৃদয়ের অধিকার ছিলেন। অধ্যাপক এন আই এম আব্দুস সালাম ভূঁইয়া একজন উঁচু মানের গবেষক এবং জনপ্রিয় শিক্ষক ছিলেন। তাঁর দেশি-বিদেশি পিয়ার-রিভিউড জার্নালে ফিশারিজ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রায় দেড়শ′র মত গবেষণা পত্র রয়েছে। তাঁর অধীনে বিশের অধিক ছাত্র-ছাত্রী পিএইচডি ডিগ্রী সম্পন্ন করেছেন। এর পাশাপাশি তিনি প্রায় শতাধিক ছাত্রছাত্রীর এমএসসি থিসিসও তত্বাবধান করেছেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে মরহুমের বিদেহী আত্মা মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
প্রসঙ্গত,বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার আনোয়ার খান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড আব্দুস সালাম ভূঁইয়া মৃত্যুবরণ করেন। তিনি কিডনি, ডায়াবেটিস ও কার্ডিয়াক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা ও পরবর্তীতে ফিশারিজ বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এক মেয়াদে (২ বছর) কৃষি অনুষদের ডিনেরও দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালের জুলাই মাসে তিনি অবসরে যান।
মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র, এক কন্যা, আত্মীয়স্বজন, অসংখ্য গুণগ্রাহী ছাত্রছাত্রী এবং প্রাক্তন সহকর্মী রেখে গেছেন। গতকাল বাদ জুম্মা কুমিল্লার তিতাসে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।