একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে তা ঘোষণা করেছে সরকার। এই তালিকায় নাম এসেছে বঙ্গবন্ধু হত্যার নীল নকশাকারী হিসেবে অভিযুক্ত খন্দকার মোশতাকের। তালিকায় নাম আছে সাবেক রাষ্ট্রপতি ও সম্প্রতি বীর উত্তম খেতাব বাতিলের সুপারিশ পাওয়া জিয়াউর রহমানেরও।
এদের মাঝে মোশতাকের নাম এসেছে মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় থাকায় ও জিয়াউর রহমানের নাম এসেছে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হওয়ায়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জানান মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, মুক্তিযাদ্ধা হিসেবে জিয়াউর রহমানের নাম রয়েছে তালিকায়। তিনি মুক্তিযুদ্ধ করেছেন এটা তো অস্বীকার করা যাবে না। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের প্রধান ছিলেন। পরবর্তীসময়ে তিনি আদর্শ বিচ্যুত হয়েছেন।
তিনি আরও বলেন, খন্দকার মোশতাক মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন এটাও অস্বীকার করা যাবে না। আবার তিনি বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত। যেহেতু রায় প্রকাশের আগেই তিনি মারা যান তাই তার সাজা হয়নি। তবে তিনি তালিকায় থাকবেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা বীর মুক্তিযোদ্ধা তালিকায় সব বিভ্রান্তি দূর করার সর্বোচ্চ চেষ্টা করছি। যার জন্য এই সময় নিয়ে এ তালিকা প্রকাশ করা হয়েছে। আমরা শতভাগ নির্ভুল করার জন্য এই সময় নিয়েছি।