ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরকে খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাজধানীর মতিঝিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করা বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেয় নুর।
নুরের নেতৃত্বেই এ বিক্ষোভ মিছিল হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম জানান, বিক্ষোভ মিছিল পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনকে আটক করা হয়েছে। তবে পুলিশের ওপর এ হামলা ও বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন নুরুল ইসলাম নুর। তাকে খোঁজা হচ্ছে।
তিনি বলেন, ‘আটকদের মধ্যে একজনকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে পল্টন ও মতিঝিল থানায় মোট ৩৩ জন বিক্ষোভকারী নেতাকর্মী আটক রয়েছেন। হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।