ঝালকাঠির রাজাপুরে মাস্ক না পরায় মো. শওকত হোসেন নামে এক ব্যাক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। রবিবার (০৪ এপ্রিল) রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শওকত গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় উত্তমপুর বাজারে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন। এ সময় ইউএনওকে দেখে সবাই মাস্ক পরলেও পরেননি শওকত। পরে শওকতকে মাস্ক পরতে বলেন ইউএনও। কিন্তু ইউএনওর কথায় কর্ণপাত না করে উল্টো মাস্ক না পরার বিভিন্ন যুক্তি দেন শওকত। এ ছাড়াও মাস্ক পরার সরকারি নির্দেশনার বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক কথা বলেন তিনি। পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শওকত জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আটক করে নিয়ে আসা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে রাতেই বাড়ি ফেরেন শওকত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন বলেন, ‘মাস্ক না পরে ওই ব্যক্তি উল্টো সরকারি নির্দেশনার সমালোচনা করছিলো। তাই তাকে এ জরিমানা করা হয়েছে। আজ থেকে লকডাউন শুরু হওয়ায় এ কার্যক্রম আরো জোরদার করা হবে।