বাগরহাটর শরণখালায়“খাদ্যর কথা ভাবল পুষ্টির কথাও ভাবুন ” প্রতিপাদ্য বিষয় নিয় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ পালিত হয়ছ। দিবসটি উপলক্ষ্য সরকারি-বসরকারি সং¯া গত ২২ থক ২৯ এপ্রিল সাতদিন ব্যাপী বিভিন কর্মসূচি পালন করছ।
কর্মসূচির মধ্য রয়ছ, প্রতিটি মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় পুষ্টি বিষয়ক আলাচনা। উপজলা স্ব¯্য কমপ্লক্স শিশু, কিশার ও গর্ভবতী নারীদর পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান। মুক্তিযাদ্ধা ও বয়® ব্যাক্তিদর হলথ চকআপ, বøাড প্রসার ও বøাড গøুকাজ এর মাত্রা নির্ণয়। প্রতিটি কমউনিটি ক্লিনিক শিশু, কিশার ও গর্ভবতী নারীদর পুষ্টি বিষয়ক পরামর্শ, সবা প্রদান এবং জিএমপি কার্ড পুরন। এতিমখানা ও লিল্লাহ বাডিংএ পুষ্টিকর খাদ্য বিতরন। আশ্রয়ন প্রকল্পসহ দু¯দর মাঝ পুষ্টি বিষয়ক পরামর্শ ও পুষ্টিকর খাদ্য বিতরন। উপজলা পরিষদর চয়ারম্যান রায়হান উদ্দিন শাÍ, উপজলা নির্বাহী কর্মকর্তা সরদার মাস্তফা শাহিন, উপজলা স্বা¯্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন এসব কর্মসূচিত উপ¯িত ছিলন।
বহস্পতিবার সমাপনি দিন উপজলা নির্বাহী কর্মকর্তা সরদার মাস্তাফা শাহিনর সভাপতিত্ব তার কার্যলয় উপজলা পুষ্টি সম^য় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যর মধ্য বক্তব্য রাখন, উপজলা স্বা¯্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াছমিন, রায়দা ইউপি চয়ারম্যান আসাদুজ্জামান মিলন, খাÍাকাটা ইউপি চয়ারম্যান জাকির হাসন খান মহিউদ্দিন, উপজলা প্রকল্প সম^য়কারী ফরিদুজ্জামান প্রমুখ।
ইউরাপীয় ইউনিয়নর অর্থায়ন, কনসার্ন ওয়াল্ডওয়াইডর নতত্ব ওয়াটার এইড, রপাÍর এবং জাগ্রত যুব সংঘ “পুষ্টি উনয়ন অংশগ্রহন মূলক সম^িত প্রকল্প (ক্রইন)” বাগরহাট জলার শরণখালা উপজলায় বাস্তবায়ন হছ। ###