পঞ্চগড় জেলার দেবীগঞ্জে বজ্রাঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মে) বিকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নে এ প্রাণহানি ঘটে।
মৃতরা হলেন-দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট তেলিপাড়া গ্রামের ফজল হকের ছেলে মুদি দোকানদার সোলেমান আলী (৩২) এবং একই উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের আরাজী চরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে কৃষক হামিদুর রহমান (৩৫)।
স্থানীয়রা জানান, সলেমান তার বাড়ির পাশের করতোয়া নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলন করছিলেন। আর হামিদুর তার বাড়ির পাশের ধান ক্ষেতে ধান কাটছিলেন। হালকা ঝড়ো বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছিলো। এসময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে হামিদুর ঘটনাস্থলেই মারা যান এবং সলেমান গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবীগঞ্জ থানার ওসি মো. জামাল হোসেন বজ্রাঘাতে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।