আসন্ন দুর্গোৎসবকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করতে বানিয়াচং থানার উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) সকাল ১১টায় থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন এর সভাপতিত্বে ও এসআই কৃষ্ণ বিদ্যুৎ সরকারের সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বানিয়াচং পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মাধব দেব, বানিয়াচং হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, বানিয়াচং আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া, বানিয়াচং পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণ দেব, ধর্ম ও পাঠাগার বিষয়ক সম্পাদক দেবাশিষ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, সারাদেশের ন্যায় বানিয়াচংয়েও অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব-২০২১ উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার ১২২টি পূজা মন্ডপের নেতৃবৃন্দকে নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভার আয়োজন করা হয়।
দুর্গোৎসব পালন করতে পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সরকারের বিশেষ নির্দেশিকা রয়েছে। আশা করি নেতৃবৃন্দ সেগুলো অনুস্মরণ করবেন। এ ক্ষেত্রে প্রশাসন এর পক্ষ থেকে বিশেষ শোভাযাত্রা, টহল ও স্টাকিংফোর্স থাকবে। যে কোন বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন তৎপর রয়েছে।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলায় এ বছর ১২২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।