সাতক্ষীরা তালায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে।নিহত ব্যক্তি হলেন পুরাতন সাতক্ষীরার ছালাম সরদারের ছেলে জাহিদুল সরদার (৩৮)ও ঐ বাসের সুপার ভাইজার। এসময় অন্তত আরো ১০জন যাত্রী আহত হয়েছে বলে জানাগেছে। গুরতর আহত ৫ জনকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এছাড়া অন্যান্য আহতদের উদ্ধার করে সাতক্ষীরার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি বৃহস্পতিবার সাড়ে ১১টার সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে উপজেলার পাটকেলঘাটার শাকদহ বটতলা মোড় এলাকায় ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সাতক্ষীরা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস সাতক্ষীরা-জ-১১-০১১৬ সাড়ে ১১ টার দিকে পাটকেলঘাটার শাকদহ বটতলা মোড় এলাকায় পৌছালে বাসের সামনের ডান পাশের চাকা পাংচার হয়ে যায়। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলে যাত্রীবাহি বাসের সুপার ভাইজার জাহিদুল সরদার ঘটনাস্থলে নিহত হয়।এ সময় পুরুষ, মহিলা ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয় । আহতদের কয়েক জনের নাম পরিচয় পাওয়াগেছে। তারা হলেন সাতক্ষীরার তলুইগাছা গ্রামের মতলেব সর্দারের ছেলে সাজ্জাত সরদার (৫০), শ্যামনগর উপজেলার আব্দুল বারীর ছেলে ফরহাদুজ্জামান (২৪), ডুমুরিয়া উপজেলার শান্তিনগর গ্রামের বদর উদ্দিনের ছেলে নওশের আলী (৭৫), চুকনগর গ্রামের সিরাজ সরদারের ছেলে আল আমিন (২৮) ও রনিজৎ কর্মকার (৪০), ডুমুরিয়ার রমেছা বেগম(৬০), আফরোজা আক্তার(৪০)।এদের মধ্যে গুরতর আহত ৫জনকে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হুদা নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।