November 24, 2024, 7:05 pm
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

ত্রিশালে ফসলি জমিতে ইটভাটা, ৫৮ ইটভাটার ৪২টিই অবৈধ, পুড়ছে শত শত টন কাঠ

তাপস কর,ময়মনসিংহ প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ডিসেম্বর ৭, ২০২২
  • 209 দেখুন

ময়মনসিংহের ত্রিশালে ফসলি জমি ও বসতিপূর্ণ এলাকাসহ যত্রতত্র গড়ে উঠেছে ৫৮টি ইটভাটা। নেই ছাড়পত্র বা কোনো অনুমতি। ৫৮টির মধ্যে ১৬টি ইটভাটা বৈধ হলেও ৪২টিই অবৈধ। গাছপালা উজাড় করে ভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। বাড়ছে পরিবেশের দূষণ, উর্বরতা হারাচ্ছে কৃষিজমি। তবু রহস্যজনক কারণে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। বন্ধ হচ্ছে না অবৈধ ভাটা,অপরদিকে সম্প্রতি হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যত কোনো পদক্ষেপ চোখে পড়েনি ত্রিশালে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রিশাল উপজেলায় রয়েছে ৫৮টি ইটভাটা। তার মধ্যে ৪২টি ভাটা ইটভাটা নিয়ন্ত্রণ আইনকে তোয়াক্কা না করে জেলা প্রশাসক কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে। অধিকাংশ ইটভাটাই গড়ে উঠেছে তিন ফসলি জমিতে। আবার নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাটাগুলোর সঙ্গে তাল মিলিয়ে, বৈধ ১৬ ভাটাতেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। এ ছাড়া বৈধ তালিকাভুক্ত হিটলার ব্রিকসসহ তিন ফসলি জমির ওপর গড়ে ওঠা ইটভাটাগুলোও পেয়েছে বৈধতার ছাড়পত্র। অথচ ইটভাটা নিয়ন্ত্রণ আইনে কৃষিজমি, আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠানসহ অন্যান্য স্থান বা প্রতিষ্ঠান থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন করতে পারবেন না। আইনে উল্লিখিত ওইসব এলাকার সীমানার ভেতরে ইটভাটা স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তর, বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমতি বা ছাড়পত্র বা লাইসেন্স প্রদান করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি ছাড়পত্র ছাড়া অথবা আইনের ধারা লঙ্ঘন করে ইট তৈরি বা ইটভাটা স্থাপন, পরিচালনা বা চালু রাখেন তাহলে অনধিক দুই বছরের কারাদণ্ড বা ২০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। যদি কোনো ব্যক্তি ইটভাটায় ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করেন, তাহলে তিনি এক বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ইটভাটা নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৎপর না থাকায় বন্ধ হচ্ছে না ওইসব অবৈধ ভাটা। বসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা এসব ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগ। ফসলি জমিতে ইটভাটা স্থাপনে কমছে কৃষিজমির পরিমাণ ও উৎপাদন। এতে দেশে খাদ্য ঘাটতির আশংকা করছেন কৃষিবিদরা। ৫৮টির মাঝে ১৬টি বৈধ ৪২টি ভাটার নেই কোনো ছাড়পত্র। বৈধ ভাটাতেও অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। বৈধ তালিকাভুক্ত ফসলি জমিতেও ভাটা। ফসলি জমিতে ইটভাটা স্থাপনে নষ্ট হচ্ছে জমির জৈব পদার্থ (কৃষি বিশেষজ্ঞ)। নীতিমালা অনুসরণ না করলে লাইসেন্স দেওয়া হয় না (পরিচালক, পরিবেশ)। দৃশ্যত ত্রিশালে কোনো অভিযান চোখে পড়েনি। সরেজমিন উপজেলার কানিহারী ইউনিয়নের এলংজানী গ্রামে মেসার্স একতা ব্রিকস, রামপুর ইউনিয়নের কাজিরকান্দায় টিবিসি ব্রিকস, হরিরামপুর ইউনিয়নের রায়েরগ্রামের রোজ ব্রিকস ও বইলরের মেসার্স হিটলার ব্রিকসসহ অন্যান্য ভাটায় গিয়ে দেখা যায়, অবাধে পোড়ানো হচ্ছে কাঠ। বৈধ তালিকাভুক্ত হিটলার ব্রিকসের মতো অনেক ইটভাটাই স্থাপন হয়েছে তিন ফসলি জমিতে। নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন কাঠ পুড়ছেন, তা জানতে চাইলে, মেসার্স একতা ব্রিকস ইটভাটার মালিক আলমগীর হোসেন জানান, ভাটায় আগুন দেওয়ার প্রথম দিন লাকড়ি লাগে। তা ছাড়া কয়লার দাম‌ও বেড়ে গেছে। স্তূপ করা কাঠ শ্রমিকদের রান্নার কাজে ব্যবহার হয় বলে দাবি করেন তিনি। কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, ফসলি জমিতে ইটভাটা স্থাপনের ফলে মাটির ওপরের স্তরের জৈব পদার্থ নষ্ট হয়ে যায়। এতে দ্রুত নয়, আস্তে আস্তে উর্বরতা হারায় মাটি। ভাটা বন্ধ হওয়ার পরও দীর্ঘদিন থাকে এর প্রভাব। অন্তত ১০-১২ বছর জৈব সার ব্যবহারের পর পূর্বের অবস্থানে ফেরে জমি। যেহেতু উন্নত স্থাপনা নির্মাণে ইট আমাদের লাগবেই, তাই পরিবেশসম্মত ইটভাটার বিকল্প নেই। উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশের কোনো চিঠি এখনো পাইনি, তবে গণমাধ্যমে দেখেছি। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।l

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102