কুড়িগ্রামের রৌমারী উপজেলায় আট হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারী বেয়াইন-বিয়াইনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন,উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের রাশেদা বেগম (৩২) এবং খাটিয়ামারী গ্রামের জাহার আলী ফকির(৪২)।
বৃহস্পতিবার ৯ই ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে সদর ইউনিয়নের রতনপুর গ্রামে বিয়াইন রাশেদা বেগমের বাড়ি থেকে তাদের দুজনকে আটক করে পুলিশ।এসময় তাদের নিকট হতে আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের এস আই এনামুল হক ও সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার গভীর রাতে রৌমারী সদর ইউনিয়নের রতনপুর গ্রামের রাশেদা বেগমের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালায়।এসময় রাশেদা বেগমের রান্না ঘরের চুলার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক হাজার পিস ইয়াবা এবং জাহার আলীর শরীরে পরিহিত জ্যাকেটের পকেটে ফিটিং করা ৩৫টি নীল রংয়ের বায়ুরোধক প্যাকেট হতে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত আট হাজার পিস ইয়াবার মূল্য প্রায় ষোলো লাখ টাকা।
এই বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার এবং মিডিয়া মুখপাত্র রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা সম্পর্কে বিয়াই-বিয়াইন হয়। তারা মাদক ক্রয় বিক্রয়া সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।