সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৭ তম জন্ম দিবসে কুড়িগ্রামে দিনব্যাপী সৈয়দ হক মেলা আয়োজন করেছে সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ প্রাঙ্গনে বটতলা চত্বরে দিনব্যাপী এ মেলায় থাকছে নানা আয়োজন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় কলেজের মূল ফটক চত্বরে কবি সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সকাল দশটায় মেলার উদ্বোধন করবেন কবি পত্নী ডা. আনোয়ারা সৈয়দ হক। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের আহ্বায়ক ইউসুফ আলমগীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. জাফর আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম এবং কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক।
বেলা ১২ টায় মেলায় সৈয়দ শামসুল হকের জীবন ও সাহিত্য নিয়ে থাকবে আলোচনা। থাকবে স্বরচিত সাহিত্য পাঠ,সৈয়দ হকের লেখা থেকে আবৃত্তি, সংগীত পরিবেশন সহ দিনভর বইমেলা। দিনব্যাপী এ মেলার সমন্বয়ক সাম্য রাইয়ান।