নরসিংদীর মনোহরদীতে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধে জনসচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি উপস্থিত হয়ে এই পোস্টার বিতরণ করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের চিন্তাপ্রসূত সাম্প্রতিক একটি ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষের সম্মুখে দৃশ্যমান স্থানে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ ও সামাজিক সচেতনতামূলক পোস্টারিং করা। যাতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসন হতে মনোহরদী উপজেলার জন্য বরাদ্দকৃত ১৪০০ পোস্টার প্রতিষ্ঠানে বিতরণের অংশ হিসেবে মনোহরদী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে এবং ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঝে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পোস্টার বিতরণ করেন।