শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমাদের স্বাস্থ্য বিভাগ করোনাকালে খুবই সাহসিকতার সঙ্গে করোনা মোকাবিলা করে সাফল্য দেখিয়েছে। স্বাস্থ্য সেবার জনবল সংকটে জনবল নিয়োগ করা হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশেই হাসপাতালগুলোর শয্যা বৃদ্ধি করা হবে। স্বাস্থ্য সেবায় এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
আজ শনিবার সকালে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব নির্মিত মূল ভবন উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনকে ছয়তলায় উন্নীত করা হবে। স্বাস্থ্য সেবায় বিশ্বে বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। ভবিষ্যতে সেবার মান যেন আরো উন্নত হয় সেলক্ষ্যে কাজ করছে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. নূরুল ইসলাম, রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. ইবরাহিম টিটন, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, জেলা পরিষদ সদস্য একে এম জহিরুল হক জহির, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, মনোহরদী উপজেলা ভাইস চেয়ারম্যান লায়ন ইঞ্জিনিয়ার এম এস ইকবাল আহমেদ, মনোহরদী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন প্রমূখ।