নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীগণ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। উপজেলায় অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৯৬ জন প্রতিযোগী আগামী ১ ফেব্রুয়ারী জেলা পর্যায়ে অনুষ্ঠিত শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক্স প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম এর সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আতিকুল হোসেন মিলনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, মনোহরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজতবা জুয়েল,উপজেলা একাডেমিক সুপারভাইজার জলিল মিয়াসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।