শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন- দেশের পোশাক শিল্পে বেশিরভাগ নারী কাজ করেন। যারা দেশের জন্য কল্যাণ বয়ে আনছেন। যা দেশের অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিশেষ ভূমিকা রাখছে নারীরা। ফলে দেশে নারী উদ্যোক্তা বাড়ছে। মানব উন্নয়ন সূচকে, সামাজিক সূচকে দেশ আজ এগিয়ে যাচ্ছে। নেতৃত্ব, শিক্ষা, চাকুরী, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কার্যক্রম ও রপ্তানি আয় বৃদ্ধিতে পুরুষের পাশাপাশি নারীদের অবদানকেও অগ্রাহ্য করার সুযোগ নেই।
বুধবার (৮ মার্চ) সকালে মনোহরদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। তিনি চান দেশের একজন নারীও যেন অসহায় না থাকেন। অন্যের দয়াদাক্ষিণ্যের জন্য ও পরনির্ভরশীল না থেকে নারীরা হবেন স্বাবলম্বী। সে লক্ষ্য নিয়েই বর্তমান সরকার তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ও জেন্ডার বৈষম্য নিরসনে মুক্তিযোদ্ধের চেতনায় কাজ করে যাচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান তারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
এছাড়াও দুপুরে মন্ত্রী নারান্দী আলাউদ্দিন নূরানী উচ্চ বিদ্যালয় এবং নারান্দী জাহানারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী, সপ্ট ও জাহানারা ফাউন্ডেশন কর্তৃক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।