নরসিংদীর মনোহরদীতে চৌবাচ্চায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আদনান (৪)। সে খালিয়াবাইদ গ্রামের জাহাঙ্গীর হোসেন এর সন্তান। তিনি মনোহরদী উপজেলা ভূমি অফিসে নাজির হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে থেকে আদনানকে পাওয়া যাচ্ছিলো না। খোঁজাখুজির এক পর্যায়ে বেলা ২টার দিকে বাড়ির গোয়ালঘর সংলগ্ন চৌবাচ্চার পানিতে অচেতন ও পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। দ্রুত তাকে চিকিৎসার্থে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান দুলাল জানান, বিষয়টি তিনি শুনেছেন। মনোহরদী থানার ওসি তদন্ত জহিরুল আলম ও রামপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. ইউসুফ জানান, বিষয়টি তাদের জানা নেই।