নরসিংদীর মনোহরদী উপজেলা অফিসার্স ক্লাবের আগামী দু’বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার মনোহরদী অফিসার্স ক্লাব মিলনায়তনে অফিসার্স ক্লাবের সদস্যদের উপস্থিতিতে গঠনতত্ত্ব প্রক্রিয়ায় আগামী ২ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা মনোহরদী-বেলাব (নরসিংদী-৪) আসনের নির্বাচিত সংসদ সদস্য শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, উপদেষ্টা মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু।
নতুন কমিটির পদাধিকার বলে অফিসার্স ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান।
এছাড়া নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি পদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, সহ-সভাপতি মনোহরদী থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শামীম, সাংগঠনিক সম্পাদক সমবায় কর্মকর্তা ওমর ফারুক, কোষাধ্যক্ষ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা উপজেলা সহকারী প্রোগ্রামার দিলরুবা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক উপজেলা একাডেমিক সুপার আব্দুল জলিল, কার্যকরী সদস্য উপজেলা প্রকৌশলী মহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখর উদ্দিন রাজী, উপজেলা মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান তালুকদার।