“সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমেন মনোহরদী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর কর্তৃক আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহিম ছিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালায় পাট চাষ, পাট চাষে প্রশিক্ষণের গুরুত্ব, পাটের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক মো.আজিজুর রহমান, মনোহরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুনা আক্তার, নরসিংদী জেলা পাট বীজ প্রত্যয়ন কর্মকর্তা নাসরীন সুলতানা, মনোহরদী উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠুন চন্দ্র ভৌমিক প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের ৫০জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী পাট চাষিদের মাঝে বীজ বিতরণ করা হয়।