আবু হানিফ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে গত (২৪ মে) রবিবার মোল্লা গোলাম ফারুকের উপর অতর্কিত হামলা করেছে প্রতিপক্ষ দুস্কৃতিকারীরা। দুস্কৃতিকারীদের হামলায় গুরুতর আহত হয় মোল্লা গোলাম ফারুক। জানা যায় আহত মোল্লা গোলাম ফারুক সাতশৈয়া গ্রামের মৃত মোল্লা নওশের আলীর ছেলে।
এ ঘটনায় একাধিক মামলার আসামী মোল্লা রুবেল হোসেন ডলার সহ ৭ জনের নাম উল্লেখ করে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার বিবরনে জানা যায় যে,গত (২৪ মে) রবিবার দুপুরে ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের মোল্লা বাচ্চুর বাড়ির সামনে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দুস্কৃতিকারী আসামীদের সাথে কথা কাটাকাটি হয় মোল্লা গোলাম ফারুকের সাথে। কথা কাটাকাটির এক পর্যায়ে মামলার প্রধান আসামী মোল্লা রুবেল হোসেন ডলার তার হাতে থাকা দা দিয়ে মোল্লা গোলাম ফারুক এর উপর অতর্কিত হামলা চালায়।
পরবর্তিতে অন্যান্য আসামীরা লোহার রড,কাঠ ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে গুরুতর আহত হন মোল্লা গোলাম ফারুক। এমন হামলা দেখে আহত মোল্লা গোলাম ফারুককে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর চাচী মর্জিনা বেগম। দুস্কৃতিকারীরা মর্জিনা বেগমকেও এলোপাতারী কিল-ঘুসি মারিয়া যখম করে ও তাহার পড়নের শাড়ি টানাটানি করিয়া শ্লীলতাহানী করিয়াছে।
এছাড়াও আসামীরা আহত মোল্লা গোলাম ফারুকের পকেটে থাকা একটি দামি মোবাইল সেট সহ নগদ ৪২ হাজার ৫’শ টাকা নিয়ে নেয় বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহার বিবরনীতে। তাছাড়া দুস্কৃতিকারীরা ভিকটিম মোল্লা গোলাম ফারুকের প্রাণ নাশের হুমকি সহ বাড়ির মহিলাদের সাথে আসামীরা অশালীন গালি-গালাজ করে বলে মামলার এজাহার বিবরনি থেকে জানা যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহত মোল্লা গোলাম ফারুক ও তাঁর চাচী মর্জিনা বেগমকে স্থানীয় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনার পরপরই হামলার শিকার মোল্লা গোলাম ফারুকের মা মোসাঃ আনোয়ারা বেগম বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
যাহার মামলা নং-১৭, তারিখ ২৪.০৫.২০২০ইং আসামীরা হলো ফকিরহাট সাতশৈয়া এলাকার মোল্লা রুবেল হোসেন ডলার, মোল্লা জোবায়ের হোসেন দিনার, মোল্লা বনি আমিন, মোল্লা রুহুল আমিন, মোল্লা মতিউর রহমান, মোল্লা হাফেজ ও মোল্লা বাচ্চু। এর আগে ভুক্তভোগীরা মোল্লা ডলারের বিরুদ্ধে কয়েক দফা থানায় অভিযোগ দাযের করে। এছাড়াও এ মামলার প্রধান আসামী মোল্লা রুবেল হোসেন ডলারের বিরুদ্ধে একটি অপহরন মামলা সহ একাধীক মামলা রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মোঃ খাইরুল আনাম জানান আসামীদের আটকের অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন।এ ঘটনায় ভূক্তভোগী পরিবারটির দাবী এ মামলার প্রধান আসামী এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোল্লা রুবেল হোসেন ডলার সহ সকল আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হোক।