বাগেরহাটের শরণখোলায় পিতার উপর অভিমান করে রাজিব ওরফে হৃদয় পহলান (১৬) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুঁড়িয়াখালী গ্রামে। নিহত রাজিব ওরফে হৃদয় ওই গ্রামের বেল্লাল পহলানের ছেলে।
পুলিশ বৃহস্পতিবার দুপুরে হৃদয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।
অনুসন্ধানে জানা গেছে, হৃদয় ও তার পিতা বেল্লাল পহলানের ভাড়ার মটর সাইকেল নিয়ে পালাক্রমে যাত্রী পরিবহণ করাই ছিল একমাত্র পেশা। বুধবার সন্ধ্যায় ছেলে রাজিব ওরফে হৃদয় পহলানের যাত্রী নিয়ে যাওয়ার কথা, কিন্ত সে যাত্রী নিয়ে না যাওয়াতে বন্ধুদের সঙ্গে আড্ডারত থাকা অবস্থায় পিতা বেল্লাল পহলান বন্ধুদের সামনে ছেলেকে বকাঝকা করে।
এঘটনায় ক্ষোভ ও লজ্জায় রাতে বাড়িতে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এছাড়া গত এক বছর আগে বাবার দ্বিতীয় বিয়ে করা ও এক মাস আগে তার মাকে তালাক দেওয়া একারনেও হৃদয়ের মন বিষন্ন ও উদাসীন ছিল।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চালাতে না গিয়ে হৃদয় খুঁড়িয়াখালী বাজারের পাশে নদীর পাড়ে বসে বন্ধুদের সাথে আড্ডারত অবস্থায় তার বকাবকির কারনে ক্ষোভে হয়ত আত্মহত্যা করেছে। এ ছাড়া বছর খানেক আগে রাজিবের বাবার দ্বিতীয় বিয়ে করা এবং মাসখানেক আগে হৃদয়ের মাকে তালাক দেয়।
ওরা তিন ভাইবোন সৎমায়ের কাছে থাকত। হৃদয়ের আত্মঘাতী হওয়ার পিছনে এ কারণগুলো স্থানীয় ও স্বজনরা আশংকা করছেন।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হৃদয় কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। স্থানীয়দের অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।