বাগেরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপন কর্মসুচি পালন করেছে। রবিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রৃক্ষরোপন অভিযান -২০২০ অনুষ্ঠানের পরিকল্পরা গ্রহণ করে বাগেরহাট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ এনডিসি,পিএসসি,জি মহোদয়ের নির্দেশক্রমে জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি এ কার্যক্রমের উদ্ভোধন করেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি বলেন, “মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, জেলা কার্যালয়ের সাথে সাথে ৯টি উপজেলায় একযোগে উদ্ভোধনী অনুষ্ঠানে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ১০০০ টি আম, পেয়ারা,কদবেল,আমলকি,অর্জুন সহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ বাহিনীর সদস্যরা বাহিনীর পক্ষ থেকে এবং ব্যাক্তিগত উদ্দ্যেগে ব্যাপক বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এ সময় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।