রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



আমতলীর সর্বত্র স্বাস্থ্যবিধি উপেক্ষিত!
প্রকাশ: ৩ জুন, ২০২১, ৫:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীর সর্বত্র স্বাস্থ্যবিধি উপেক্ষিত!

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে সরকার কর্তৃক লকডাউনেও মানুষের জীবনযাত্রা স্বাভাবিক। সড়ক, মহাসড়ক, হাট-বাজার, বিপণি বিতান, মাছ ও কাঁচাবাজার, হাসপাতাল সর্বত্রই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। শতকরা ৯০% মানুষ মুখে মাস্ক পড়েন না।

আমতলী পৌরশহরসহ উপজেলার বেশ কয়েকটি এলাকার ও হাট- বাজার ঘুরে দেখাগেছে, সকাল ৭টার পর থেকে বিভিন্ন বয়সের নারী -পুরুষ ও শিশুরা শহর ও গ্রাম- গঞ্জের হাট- বাজারের দোকান ও বিপনীবিতান গুলোতে কেনাকাটা করতে আসে। বেলা যত বাড়ে তত ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে। শহর ও গ্রামাঞ্চলের প্রতিটি দোকান ও বিপনীবিতান গুলোতে মানুষ শরীরের সাথে শরীর মিশিয়ে ঠাসাঠাসি করেই একসঙ্গে একাধিক ক্রেতা কেনাকাটা করছেন। কোথাও স্বাস্থ্যবিধি মানার কোন বাধ্যবাধকতা নেই। কোন দোকানে জীবাণুনাশক স্প্রে নেই। নেই হাত ধোয়ার কোনো ব্যবস্থা। ৩ থেকে ৪ জনের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকলেও শতকরা ৯০% ক্রেতা- বিক্রেতা মুখে মাস্ক ছাড়া বেচাকেনা করেছেন।

ব্যাটারি চালিত অটোরিকশা, মাহেন্দ্রা, ইজিবাইকসহ দূরপাল্লার সকল প্রকার যাত্রীবাহী যানবাহনে ইচ্ছামতো যাত্রী পরিবহন করছে। ভাড়া বেশী নিলেও কোথাও স্বাস্থ্যবিধি মানার কোন বালাই নেই।

মাহেন্দ্রা ড্রাইভার কামাল বলেন, আমরা আগের মতই ১০ জন যাত্রী নিয়ে গাড়ী চালাই। তবে সকল যাত্রীকে মাস্ক পড়িয়ে নির্ধারিত গন্তব্যে আসা যাওয়া করি।

ব্যাংকসহ বিভিন্ন সরকারী ও বে-সরকারী দপ্তরে ‘নো মাস্ক, নো সার্ভিস’- এমন লেখাকে উপেক্ষা করেই আসছেন দপ্তরে থাকা কর্তাব্যক্তি, কর্মচারী ও সেবা গ্রহীতারা। কোথাও নেই সামাজিক দূরত্বের বালাই। উপজেলার প্রতিটি মসজিদে শতকরা ৯৫% মুসল্লি স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্কবিহীন নামাজ আদায় করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী দপ্তরের কর্মকর্তা বলেন, আমার অফিসের অনেকেই নিয়মিত মাস্ক পড়েন না। এ জন্য সেবা নিতে আসা ব্যক্তিরাও মাস্ক পড়ে না আসলেও বাধ্যহয়ে তাদের সেবা দেই।

অপরদিকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা দিকে পৌর শহরের বাসষ্ট্যান্ড ও মাছ- তরকারী বাজার ঘুরে দেখা গেছে, অভ্যান্তরিণ ও দূরপাল্লার রুটে চলাচলকারী যাত্রীবাহী একাধিক পরিবহন বাসগুলো দাঁড়িয়ে আছে। চালক, হেলপার ও যাত্রী কারো মুখে নেই মাস্ক। একাধিক সিটে দু’জন করে যাত্রী বসে আছেন। মাছ ও তরকারী বাজারের অবস্থা আরো ভয়াবহ এখানে ক্রেতা- বিক্রেতা কারো মুখেই মাস্ক নেই। স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই মানুষ শরীরের সাথে শরীর মিশিয়ে জঠলা তৈরী করেই কেনাকাটা করছেন।

এ বিষয়ে একাধিক মাছ বিক্রেতা ও ক্রেতাদের জিজ্ঞেষ করলে তারা জানায়, মোগো দেশে কোন করোনা নাই, সরকার শুধু শুধু লকডাউন দেয়। মাস্ক পড়লে মোগো শ্বাস- প্রশ্বাস গরম হইয়া যায় হ্যার লইগ্যা মুহে মাস্ক পড়িনা। আর আল্লাহ মোগমত গরীবেরে করোনা দেয় না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনয়েম সাদ বলেন, মরনঘাতি করোনাভাইরাস সংক্রমন থেকে আমাদের বাচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়ে পরিস্কার- পরিচ্ছন্নভাবে চলতে হবে।

লকডাউন চলমান থাকলেও আমতলী পৌরশহর এবং উপজেলার সর্বত্র মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মুখে মাস্ক পড়া এবং লকডাউন মেনে চলার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন করনিয় আছে কিনা তাও বোঝা যাচ্ছেনা বলে একাধিক শিক্ষিত মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানায়।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, লোকজনকে মুখে মাস্ক পড়তে, স্বাস্থ্যবিধির বিষয়ে আরো উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছি। মুখে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মানাতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »