মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


উপাদান নেই ফরেনসিক রিপোর্টে তারপরেও
কন্ঠরোধ ও সাজা দেয়ার জন্যই সাংবাদিক নোমানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বানোয়াট চার্জশীট
প্রকাশ: ১২ মার্চ, ২০২৩, ৫:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কন্ঠরোধ ও সাজা দেয়ার জন্যই সাংবাদিক নোমানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বানোয়াট চার্জশীট

স্টাফ রিপোর্টার : মামুনুর রশীদ নোমানী। একজন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী।অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই তার কর্ম। দুর্নীতি,অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছেন অসংখ্য। বাংলাদেশের দক্ষিনাঞ্চলীয় বিভাগীয় শহর বরিশাল। এখানেই সাংবাদিকতা পেশায় রয়েছেন নোমানী ।সাংবাদিক নির্যাতন,নিপিড়ন যেখানেই তিনি নির্যাতক ও নিপিড়কদের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর ক্ষমতাশীন দলের শীর্ষ নেতারা হামলা করে ।গুরুতর আহতবস্থায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে বহুল সমালোচিত ও বিতর্কিত কালো আইন ” ডিজিটাল নিরাপত্তা আইনের কুখ্যাত ধারা ২৬ (২) ও ৩৩ (২) ধারার মিথ্যা অভিযোগ এনে মামলা দেয়া হয় ।ছিনিয়ে নেয়া মোবাইল পুলিশের হাতে দিয়ে জব্দ দেখানো হয় । পুলিশ যাচাই না করেই ক্ষমতাশীনদের কথায় গেপ্তার দেখায়। পুলিশ আদালতের বিচারকের সামনে হাজির না করেই কারাগারে পাঠিয়ে দেয় । ১৭ দিন কারাগারে থাকার পরে জামিনে মুক্ত হোন সাংবাদিক নোমানী। গ্রেপ্তারের পরেই দেশ ও বিদেশে ব্যাপক সমালোচনা হয়। জাতিসংঘের বিশেষ রিপোটিয়ারগন জাতিসংঘের মানবাধিকার কমিসনে বিষয়টি গুরুত্বসহকারে উল্থাপন করে। এছাড়া এশিয়ান মানবাধিকার কমিশন,সিপেজে,আর্টিকেল ১৯,অধিকার,মানবাধিকার সমিতি,বিওজে,প্রেস ইউনিটি,এসএসপি,বনপাসহ গনমাধ্যম সংগঠন ও সংস্থাগুলো নিন্দা জানায়। নোমানীর মুক্তির দাবীতে বিবৃতি প্রদান ও মানববন্ধন করে সংগঠনগুলো।

মামলার পরে ৭৫ দিনের পরিবর্তে তদন্তকারী পুলিশ কর্মকর্তা ১ (এক) বছর ১১ (এগারো) মাস ১৭ (সতের) দিন পর আদালতে
চার্জশিট দাখিল করেন।প্রায় দু বছর। বর্তমানে সাইবার ট্রাইব্যুনালে মামলাটির কার্য্যক্রম চলছে।

তদন্ত রিপোর্টটি মামলার হুবহু কপি মাত্র। বাদী প্রতিপক্ষের আনীত অভিযোগ এর সত্যতা সম্পর্কে ফরেনসিক প্রতিবেদনে কোন প্রমান পাওয়া যায়নি। এ ছাড়া সাংবাদিক নোমানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৬ (২) /৩৩ (২) ধারার কোন উপাদান বিদ্যমান নাই।জেনে শুনে বুঝে তদন্তকারী পুলিশ কর্মকর্তা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন তদন্ত রিপোর্ট আদালতে দাখিল করেছেন।

সাংবাদিক নোমানী সম্পুর্ন নির্দোষ,নিরাপরাধ। শুধুমাত্র হয়রানী, আর্থিক ক্ষতি সাধন ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই হয়রানীর জন্য মামলাটি দায়ের করা হয়েছে। ফৌজধারী কার্যবিধি আইনের ২৬৫ (সি ) ধারা মোতাবেক মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন তিনি সাইবার ট্রাইব্যুনালে।

সাংবাদিক নোমানীর আশংকা ফরেনসিক প্রতিবেদনে অভিযোগ এর সত্যতা সম্পর্কে কোন প্রমান পাওয়া যায়নি তারপরেও মিথ্যা ও বানোয়াট তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে কারাদন্ড দেয়ার জন্য। তবে তার এ আশংকা অমুলক নয়।

সাংবাদিক নোমানী পক্ষের আইনজীবীরাও শংকা প্রকাশ করে বলেন,

সাংবাদিক নোমানীকে নিয়ে সিপিজে ২০২২ সালে একটি সংবাদ প্রকাশ করেছিল। সেখানে বিস্তারিত সংবাদ দেয়া হয়।ফরেনসিক রিপোর্টে ডিজিটালের কোন আলামত পায়নি ।তারপরেও একটা মিথ্যা ও বানোয়াট তন্দ রিপোর্ট (চার্জশীট) প্রদান করা দুঃখজনক।

এছাড়াও এশিয়ান মানবাধিকার কমিশন,অধিকার,সিজিএ তাদের রিপোর্টে সাংবাদিক নোমানীর ওপর নির্যাতন ও বিতর্কিত আইনের মামলার বিষয় প্রকাশ পায়।

মামলার এজাহার আর চার্জশীট কপি দেখে হতবাক হয়ে গিয়েছেন সিনিয়র আইনজীবীরা। হুবহু একই। যেটি এজাহার কপি সেটিই চার্জশীট কপি। তিনি বলেন ফরেনসিক রিপোর্ট সম্পর্কে অভিযোগপত্রে তদন্তকারী কর্মকর্তা এক জায়গায় উল্লেখ করেছেন, ফরেনসিক
পরীক্ষার জন্য পাঠানো আলামতের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়,
বিশেষজ্ঞ গাজী তাজমিলুর রহমান উপ-পরিদর্শক-পরিদর্শক, বিপি ৮৮১৪১৬৯৬৬২,
আইটি ফরেনসিক বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা। অভিমত দিয়েছেন যে ১ নং আলামত,
“ samsung glaxy note-5 sm-n920p “ মোবাইল ফোনে প্রাপ্ত বিতর্কিত ৫টি
স্থিরচিত্রের মুখ দেখা যাচ্ছে না বলে কোনো মতামত দেওয়া যায়নি। আর এটি
সম্পাদনাও করা হয়নি বলে মতামত প্রদান করেন ফটোগ্রাফি বিশেষজ্ঞ ফটোগ্রাফি শাখা, বাংলাদেশ পুলিশ, সিআইডি, ঢাকা।

ফটোগ্রাফিক স্পেশালিস্ট, ফটোগ্রাফিক ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ সিআইডি,
ঢাকা মতামত দিয়েছেন যে ১. বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত
সাদিক আবদুল্লাহর নমুনা ছবি সহ ডিভিডিতে সংরক্ষিত বিতর্কিত স্থির ছবিতে
ভিকটিমটির মুখ দেখা যাচ্ছে না। এজন্য মতামত দেয়া গেলনা। এবং নমুনা ছবি সম্পাদনা করা হয়নি তাই মতামত দেয়া গেলনা।

এ ব্যাপারে মামলার দুই নম্বর বিবাদী কামরুল ইসলাম বলেন, বাদী ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর। কথিত ভিকটিম ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ
বরিশাল শাখার সাধারণ সম্পাদক, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ
ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী
শেখ হাসিনার আত্মীয় তাই তিনি একজন প্রভাবশালী হওয়ায় তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন এবং পুলিশকে দিয়ে মিথ্যা চার্জশিট দিয়েছেন।

সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় হওয়ার
আশঙ্কায় আদালত নিরপেক্ষভাবে কাজ করতে পারবে কিনা এমন প্রশ্ন বিবাদী পক্ষের রয়েছে । বর্তমানে বিবাদী পক্ষ শর্ত সাপেক্ষে ও মুচলেকায় জামিনে রয়েছেন।

উল্লেখ্য,২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ছবি ধারণ করার কথিত অভিযোগে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বরিশাল খবর’–এর সম্পাদক মামুনুর রশীদ নোমানী, যুবলীগ নেতা কামরুল মৃধা ও গাড়ির ড্রাইভার লাবু গাজীকে পুলিশ আটক করে।

আটকের পরে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মিথ্যা ও বানোয়াট মামলা করা হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
মামলায় তারা ১৪ দিন কারাগারে থাকার পরে আদালত থেকে জামিনে মুক্ত হোন। বর্তমানে মামলাটি বর্তমানে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

সূত্র :

https://www.fidh.org/IMG/pdf/annual-hr-report-2020

https://cgs-bd.com/cms/media/documents/e8fc8744-a09b-4676-b9d8-192db92b963b.pdf

http://www.humanrights.asia/wp-content/uploads/2021/07/Neglect-and-Loss-07

 

https://www.prothomalo.com/opinion/column/hqo1ze2i78

 

 

Bangladeshi journalist Mamunur Rashid Nomani harassed following 2020 assault, detention

 

https://barisalkhabar24.com/archives/22673

https://barisalkhabar24.com/archives/22419

বরিশালে সাংবাদিক নোমানী গ্রেফতারে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির তীব্র নিন্দা

https://barisalbani.com/53407-2/

https://www.indurkaniralo.com/2020/10/10/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A8/

সাংবাদিক মামুনুর রশীদ নোমানীর মুক্তির দাবিতে এসএসপির মানববন্ধন

https://www.bdnyalanews.com/%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4/

https://thedailynewnation.com/news/263155/Online-editor,-two-associates-sent-to-jail

https://barisalkhabar24.com/archives/9205




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার
Translate »