মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


কেরানীগঞ্জে বহুবিবাহের আড়ালে সাথী আক্তারের কাবিন বাণিজ্য
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫, ২:৪৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বহুবিবাহের আড়ালে  সাথী আক্তারের কাবিন বাণিজ্য

বিডি ২৪ নিউজ রিপোর্ট:   কেরানীগঞ্জে বহুবিবাহের আড়ালে পরিকল্পিত অর্থ আত্মসাত ও প্রতারণার এক ভয়ঙ্কর কাহিনি প্রকাশ্যে এসেছে। যৌতুক নিরোধ আইন-১৯৮০ এর ধারা ৩ অনুযায়ী অভিযুক্ত নারী সাথী আক্তারের বিরুদ্ধে তার স্বামী আজিজুল আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী আহসান উল্লাহ রতনের পুত্র আজিজুল অভিযোগপত্রে উল্লেখ করেছেন, শান্তিপ্রিয় ও পরিশ্রমী মুসলিম পরিবারের সন্তান হয়েও তিনি বিবাহের পর থেকে অমানবিক নির্যাতনের শিকার হন। বিয়ের সময় সামাজিক প্রথা অনুযায়ী তিন লাখ টাকার কাবিন ধার্য করা হয় এবং প্রায় পাঁচ লাখ টাকার গয়না ও মূল্যবান মালামাল প্রদান করা হয়। অথচ বিয়ের অল্প সময়ের মধ্যেই সাথী আক্তার নানা অজুহাতে অতিরিক্ত টাকা দাবি শুরু করেন, তার চাহিদার যেনো শেষ নেই।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে কাউকে কিছু না জানিয়ে সাথী প্রায় সাত লাখ টাকার স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকার মালামাল নিয়ে পলায়ন করে। পরে ২২ সেপ্টেম্বর সে ফিরে এসে সংসার করার আশ্বাস দিলেও দ্রুতই শর্ত চাপিয়ে জানায়, ফ্ল্যাট না কিনে দিলে সংসার করবে না। শুধু তাই নয়, হুমকি দিয়ে বলে, শর্ত না মানলে অন্য পুরুষকে বিয়ে করবে।

আজিজুল দাবি করেছেন, সাথীর পূর্বে তিনটি বিয়ে হয়েছিল, যা গোপন রেখে সে চতুর্থবারের মতো প্রতারণামূলকভাবে তাকে বিয়ে করে কেবল আর্থিক ফায়দা লুটার উদ্দেশ্যে। এই বিবাহপ্রবণ প্রতারণার মাধ্যমে কাবিন এবং সম্পদ হাতানোই তার একমাত্র লক্ষ্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জানিয়েছেন, সাক্ষীর অভাবে রিপোর্ট দিতে বিলম্ব হচ্ছে, তবে শিগগিরই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার
Translate »