শুক্রবার ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কমিশন নিয়ে দরপত্রের নথিতে জালিয়াতির অভিযোগ
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ৩:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গণপূর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কমিশন নিয়ে দরপত্রের নথিতে জালিয়াতির অভিযোগ

বিডি ২৪ নিউজ অনলাইন: গণপূর্ত অধিদপ্তরের ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো: মইনুল ইসলামের বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে কমিশন নিয়ে ঠিকাদারের ত্রুটিপূর্ণ কাগজপত্রে কাজ দেওয়ার সুপারিশের অভিযোগ উঠেছে। “দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ” প্রকল্পের আওতায় ঢাকা জেলার দক্ষিণ ও উত্তর কেরাণীগঞ্জ থানার নতুন দুটি ভবন নির্মাণ কাজের দরপত্রে মইনুল কমিশন নিয়ে এই জালিয়াতির আশ্রয় নিতে চেয়েছিলেন বলে জানা যায়।

অনুসন্ধানে জানা যায়, “দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ” প্রকল্পের আওতায় দক্ষিন কেরানীগঞ্জ থানার নতুন ভবন নির্মাণের জন্য ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো: মইনুল ইসলাম ১১৬৩৯৩৪ নম্বর দরপত্র আহবান করেন। উক্ত দরপত্রে ৮ জন ঠিকাদার দরপত্র দাখিল করেছিলেন। প্রাথমিক মূল্যায়নে ৫ জন ঠিকাদার রেস্পন্সিভ দরদাতা হতে MKT & BC (JV)-কে বিজয়ী হিসেবে কার্যাদেশ দেওয়ার জন্য গণপূর্তের প্রধান প্রকৌশলী বরাবর মইনুল নথি পাঠান। প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী নথিতে জয়েন্ট ভেঞ্চারের কাগজে ত্রুটি দেখতে পেয়ে তা ফেরত পাঠান। এরপর ২৬.৩৬.০০০০.২৪২.১৪.৪৪৩.২০২৫/১১৪৩ স্মারকে ১৪/১২/২০২৫ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন ঢাকা TEC এর সুপারিশ গ্রহণ না করে নির্বাগী প্রকৌশলীর দপ্তরে ফেরত দেন এবং পুনর্মূল্যায়নের নির্দেশ দেন।

একই ঘটনা ঘটে “দেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশের থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ” প্রকল্পের আওতায় উত্তর কেরানীগঞ্জ থানার নতুন ভবন নির্মাণের দরপত্রের ক্ষেত্রে। এই ভবন নির্মাণের জন্য ১১৬৩৯৫১ নং দরপত্র আহবান করেন মইনুল। দরপত্রে ৯জন ঠিকাদার অংশগ্রহণ করেছিলেন। এরমধ্যে মূল্যায়নে ৮ জন ঠিকাদার রেস্পন্সিভ দরদাতা হতে AKAMIN-QC (JV)-কে মইনুল বিজয়ী ঘোষণা করে নথি পাঠান। এই নথিতেও জয়েন্ট ভেঞ্চারের কাগজে ত্রুটি দেখতে পেয়ে তা ফেরত পাঠান প্রধান প্রকৌশলী এবং ২৬.৩৬.০০০০.২৪২.১৪.৪৪৩.২০২৫/১১৪২ স্মারকে ১৪/১২/২০২৫ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন ঢাকা TEC এর সুপারিশ গ্রহণ না করে নির্বাগী প্রকৌশলীর দপ্তরে ফেরত দেন এবং পুনর্মূল্যায়নের নির্দেশ দেন।

এই দুটি দরপত্রে কাজ যথাক্রমে দশ কোটি পনের লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও দশ কোটি তের লক্ষ একত্রিশ হাজার চারশত পঞ্চাশ দশমিক পাঁচ শূন্য চার টাকা। অভিযোগ আছে, মইনুল ঠিকাদার MKT & BC JV ও AKAMIN-QC (JV)-এর কাছ থেকে মোটা অংকের কমিশন নিয়েই প্রাথমিক বাছাইয়ের পর ত্রুটিপূর্ণ কাগজ থাকা সত্ত্বেও প্রধান প্রকৌশলীর কাছে সুপারিশ পাঠান। সাধারণত প্রাথমিক কাগজপত্র বাছাইয়ের কাজ নির্বাহী প্রকৌশলীই করে থাকেন। আর যেহেতু নির্বাহী প্রকৌশলী সকল কাগজ ঠিকভাবে পরীক্ষা করে সুপারিশ করেন তাইও তার সুপারিশের উপর প্রধান প্রকৌশলী অনুমোদন দিয়ে দেন। আর এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করেছিলেন মইনুল বলে জানা যায়। এতে মোটা কমিশনের লেনদেন হয়েছে বলে জানান গণপূর্ত সংশ্লিষ্টরা।

জানা যায়, প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী দরপত্র দুটির কার্যাদেশ দেওয়ার সুপারিশ দেখে সন্ধিহান হন। তিনি কাগজপত্র নিজে যাচাই করে দুটি দরপত্রে জমাকৃত নথিতে একই ত্রুটি দেখতে পান। পরে তিনি সুপারিশ বাতিল করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী উন্নয়ন ঢাকা-কে দিয়ে দুটি দরপত্রই পুনর্মূল্যায়নের নির্দেশ দেন।

গণপূর্ত সংশ্লিষ্টরা জানান, মইনুলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনা। তিনি এতোটাই ক্ষমতাধর যে কেউ তার বিরুদ্ধে গেলেই তিনি তার পিছনে লেগে পরেন। ক্ষমতার জোড়ে বা টাকার জোড়ে যেভাবেই হোক থাকে শায়েস্তা করার চেষ্টা করেন। এই ক্ষমতার জোড়েই তিনি এই দুটি দরপত্রে এতো বড় জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলেও জানান তারা। তার অনিয়ম দুর্নীতি, টেন্ডার বাণিজ্যের সংবাদ যদি কোন গণমাধ্যমে প্রকাশিত হয় তাহলে তিনি সেই গণমাধ্যমের ডিক্লেয়ারেশন বাতিলের হুমকিও দেন বলে জানা যায়।

এবিষয়ে ঢাকা গণপূর্ত বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. মইনুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »