বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


তাদের মুখে হাঁসি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

তাদের মুখে হাঁসি

বিশেষ প্রতিবেদন :
ফুলের চাহিদা সারাবছর কমবেশি থাকলেও ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা থাকে তুঙ্গে। এই মাসের বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বিক্রি হয় লাখ লাখ টাকার ফুল। এবার গাজীপুর কালিয়াকৈর উপজেলার ফুল চাষিরা ভালো দামে ফুল বিক্রি করতে পেরে ফুটেছে মুখের হাসি।

গাজীপুর কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে ১৪ বিঘা জমিতে ফুল চাষ করেছিলেন আকিদুল ইসলাম। তার বাগানে ফেব্রুয়ারির শুরু থেকে পুরোদমে বিক্রি শুরু হয়েছে ফুল। বসন্তবরণ ও ভালোবাসা দিবসের আগেই বাগানের অধিকাংশ ফুল বিক্রি হয়ে গেছে। কলি অবস্থায় যে ফুলগুলো রয়েছে তা বিক্রি করবেন মহান একুশে ফেব্রুয়ারিতে। ইতোমধ্যে তার বাগানে অর্ধকোটি টাকার ফুল বিক্রি করেছেন বলে জানান।

ওই ফুল বাগানের মালি আনিছুর রহমান বলেন, ১৪ বিঘা জমিতে এবার ফুল লাগানো হয়েছে। অন্যান্য বছরের থেকে চাহিদা অনেক বেশি দামও বেশি কয়েকগুণ। বাগানে সাদা, লাল, গোলাপিসহ ফুটেছে ৬ রঙের গোলাপ। এছাড়াও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুল ফুটেছে।

গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলা থেকে ফুল নিতে আগে থেকেই যোগাযোগ করে রেখেছিলেন ফুল বিক্রেতারা। সারা বছরই ফুল বিক্রি হলেও ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে ফুল বিক্রির প্রধান মৌসুম। আগে যেসব গোলাপ ৮ থেকে ১০ টাকা বিক্রি হয়েছে ওই একই গোলাপ এখন বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা।

লষ্করচালা এলাকার বাসিন্দা আলভি হোসেন বলেন, বাড়ির পাশেই বাণিজ্যিকভাবে ফুলচাষ হচ্ছে। এতে কিছু মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে তেমনি স্থানীয়ভাবে ফুলের চাহিদাও মিটে যাচ্ছে। আগে ফুলের প্রয়োজন হলে দূরে গিয়ে ফুল সংগ্রহ করতে হয়েছে, কিন্তু এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে।

রতনপুর গ্রামের নাহিদ হোসেন বলেন, ফুল অনেক ছিল বিক্রি করে এখন প্রায় শেষ। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাগানে ফুল দেখতে আসেন দর্শনার্থীরা। ভালোবাসা দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন স্থানে অস্থায়ী ফুলের দোকান দেবে ছেলেরা। তাদের অনেকেই এসব ফুলের বাগান হতে ফুল নিয়েছে।

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বছর উপজেলার ১.৫ হেক্টর জমিতে ফুল চাষে যুক্ত রয়েছেন ৪০-৪৫ জন চাষি। আর গোলাপ বিক্রির জন্য গড়ে উঠেছে ফুলের বাজার। চলতি বছর ফুল চাষিরা প্রায় ১কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে ফুলের পসরা সাজিয়ে বসেন অনেকেই। বিকাল হতেই এসব দোকানে ভিড় জমে বিভিন্ন বয়সী ক্রেতাদের।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক : শাহীন খান আজাদ

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »