বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


তিন ইউপি সদস্যের পেটে ১৪ হতদরিদ্র’র চাল!
প্রকাশ: ৩ জুন, ২০২০, ৮:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিন ইউপি সদস্যের পেটে ১৪ হতদরিদ্র’র চাল!

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন পরিষদের তিন ইউপি সদস্যের বিরুদ্ধে হতদরিদ্র ১৪ জনের স্বাক্ষর জাল করে ৪ বছর ধরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। বঞ্চিত ওই ১৪ ভুক্তভোগীর অভিযোগ শুধু চাল নয়,খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম ও কার্ড থাকার পরেও নগদ
সহায়তা থেকেও বঞ্চিত হয়েছেন । বঞ্চিতরা ওই তিন ইউপি সদস্যের বিরুদ্ধে শাস্তি দাবি করে তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের কাছে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল সমন্বিত জেলা কার্যালয়েও লিখিত অভিযোগ করা হয়েছে। চাল ও নগদ সহায়তা থেকে বঞ্চিতরা হলেন, উপজেলার ইলুহার ইউনিয়নের ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইলুহার গ্রামের দিনমজুর (কার্ড নং ৫৭) মো. মনিরুল, দিনমজুর (কার্ড নং ৬১) সাহাদাত হোসেন দিনমজুর (কার্ড নং ৫৩) মো. মজিবর,৭ নং ওয়ার্ডের মলুহার গ্রামের দিনমজুর (কার্ড নং ৮১২) আব্দুল মজিদ, দিনমজুর (কার্ড নম্বর ৮৫২) মো. সুলতান, কৃষক (কার্ড নং ৮১৭) জাকির হোসেন, দিনমজুর (কার্ড নং ৮৬৩) আব্দুছ ছালাম, কৃষক (কার্ড নং ৮৬৭) মেজবা উদ্দিন, দিনমজুর (কার্ড নং ৮৭২) মো. মাসুম, দিনমজুর (কার্ড নং ৮৬৬) মো. ফজলু, মেকার জহিরুল,৯ নং ওয়ার্ডের মলুহার গ্রামের দিনমজুর (কার্ড নং ১০৬৭) আনোয়ার হোসেন,ক্ষুদ্র ব্যবসায়ী (কার্ড নং ১১১৩) মো. তারিক, দিনমজুর (কার্ড নং ১০৪৪) ইসরাত জাহান। আত্মসাতকারী অভিযুক্তরা হলেন উপজেলার ইলুহার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম,৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও
ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, ৯ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু ।ভুক্তোভোগীরা লিখিত অভিযোগে বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি চাল দেয়ার কথা বলে ওই তিন ইউপি সদস্য ২০১৬ সালে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের
ফটোকপি নেন। তবে ২০২০ সালের এপ্রিল মাস পর্যন্ত এক মুঠো চালও পাননি তারা। কার্ডটিও তারা চোখে দেখেননি। করোনা পরিস্থিতির কারণে সরকার দরিদ্রদের নগদ সহায়তা দেবে এমন খবর জানতে পেরে ঈদ উল ফিতরের আগে তারা ইউনিয়ন পরিষদে যোগাযোগ করেন। তখন জানতে পারেন তাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড নম্বর রয়েছে। সেই কার্ডের বিপরীতে নিয়মিত চালও তোলা হয়েছে। অথচ তারা কিছুই জানেন না। ভুক্তোভোগীরা লিখিত অভিযোগে আরও বলেন, ওয়ার্ডের ডিলার মো. ইয়াছিনের সঙ্গে যোগাযোগ করলে জানান, ইউপি সদস্য আবুল কালাম অভিযোগকারীদের মধ্যে ওই ওয়ার্ডের ৩ জনসহ ১২ জনের চাল উঠিয়ে নিয়েছেন। এছাড়া কার্ডগুলো ইউপি সদস্য আবুল কালামের কাছে আছে। বিষয়টি জানাজানি হলে
ইউপি সদস্য আবুল কালাম অভিযোগকারীদের মধ্যে ওই ওয়ার্ডের ৩ জনের কার্ড ফেরত দেন। কার্ডগুলোতে দেখা যায় ২০১৬ সাল থেকে মোট ১৭ বার স্বাক্ষর জাল করে প্রতি কার্ডের মাধ্যমে ৩০ কেজি করে ৫১০ কেজি চাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এসব অনিয়ম জানাজানি হলে
আরও দু’টি ওয়ার্ডের চাল অত্মসাতের বিষয়টি বেরিয়ে আসে। একইভাবে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম ৮ জনের ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল ইসলাম মন্টু ৩ জনের চাল আত্মসাৎ করেছেন। ওই তিন ওয়ার্ডে ১৪ জন দরিদ্রের ৫১০ কেজি করে ৭ হাজার ১৪০ কেজি চাল তিন ইউপি সদস্য আত্মসাৎ করেছেন। সরকারি হিসেবে ১০ টাকা কেজি দরে যার মূল্য ৭ লাখ এক হাজার ৪ শত টাকা। তবে ওই চালের বাজার মূল্য এর তিন গুনেরও বেশী। লিখিত অভিযোগে তারা আরও অভিযোগ, ইলুহার ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় হতদরিদ্র মানুষের নাম থাকার কথা থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যোগসাজশে
অস্তিত্বহীন ও গোপন রেখে অন্তত শতাধিক ব্যক্তির নাম স্থান পেয়েছে। কার্ডের মাধ্যমে তাদের নামে চাল তুলে তা আত্মসাৎ করা হয়েছে। এ অবস্থায় ১৪ জনের কার্ডের বিপরীতে আত্মসাৎকৃত চাল ফেরত পেতে এবং চাল আত্মসাৎকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগে তারা অনুরোধ করেন। পাশাপাশি চাল না পেলেও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় নাম ও কার্ড থাকায় নগদ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। তারা জানান গত সোমবার উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে তাদের বঞ্চনার কথা তুলে ধরে লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া লিখিত অভিযোগের অনুলিপি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে দেয়া হয়েছে। পাশাপাশি ডাকযোগে পৃথকভাবে দুর্নীতি দমন
কমিশন (দুদক) বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। অনিয়মের বিষয়ে ওই ইউনিয়নের জনতা বাজারের ডিলার মো. ইয়াছিন বলেন, ঢালাওভাবে চাল না দেয়ার অভিযোগ সঠিক না। যে কার্ড নিয়ে এসেছে তাকে চাল দেয়া হয়েছে। যাদের কার্ড হারিয়েছে তাদের চালও কেউ না কেউ এসে তুলে নিয়ে গেছেন। একবার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ও স্থানীয় রব আমীন ১২ জনের
কার্ডের চাল তুলে নিয়ে গেছেন। চাল আত্মসাৎ প্রসঙ্গে ইলুহার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম বলেন, তার ওয়ার্ডের ৩টি কার্ড ডিলার ইয়াছিন হারিয়ে ফেলেছিল। এ কারণে তাদের চাল উত্তোলনে সমস্যা দেখা দেয়। এরপরও তাদের চাল দেয়া হয়েছে। ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, যারা এখন বলছেন চাল পাননি তাদের বিগত সময়ে কার্ডের মাধ্যমে চাল নিতে বলা হয়েছে। কিন্তু তারা চাল তোলেননি। তাদের গাফিলতির কারণেই তারা চাল পাননি। ৯ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু বলেন, তালিকা তৈরির পর ডিলার বা উপকারভোগীর কাছে কার্ড থাকার কথা। কিন্তু শুনেছি অনেকে
সেই কার্ড রক্ষণাবেক্ষণ করেননি। এসব কারণে হয়ত দু’একজন সময়মতো চাল পাননি। বিষয়টি ডিলার ও উপকারভোগীরা ভালো বলতে পারবেন। এ প্রসঙ্গে ইলুহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম জানান, করোনা পরিস্থিতির কারণে চালের দাম ও চাহিদা বেড়েছে। কিন্ত চালের দাম যখন কম ছিল অনেকে বিষয়টি গুরুত্ব দেয়নি। কার্ড থাকা সত্ত্বেও
তারা চাল উত্তোলন করেননি। এখন তারাই এ ধরনের অভিযোগ তুলছেন। এ বিষয়ে বানরীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, লিখিত অভিযোগ হাতে পেয়েছি। এ ব্যপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »