রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



তিন বছর আগেও আরাভ খান ছিলেন ভারতের বস্তিতে
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিন বছর আগেও আরাভ খান ছিলেন ভারতের বস্তিতে

দুবাইয়ে বিলাসী জীবনযাপন করছেন সোনা ব্যবসায়ী আরাভ খান। মাত্র তিন বছর আগেও ভারতের বস্তি এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। খুনের আসামি হওয়ায় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। আশ্রয় নেন কলকাতার পাশে ইন নারায়ণপুর বস্তিতে। ভাড়া নেন একটি বাসা।

পরে বাসার মালিক দম্পতিকে ভুয়া মা বাবা বানিয়ে তৈরি করেন নকল ভুয়া পাসপোর্ট।
জানা গেছে, পশ্চিমবঙ্গে চব্বিশ পরগণা জেলার উদয় সংঘ ক্লাবের পাশে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আলোচিত আরাভ খান। ভারতে পালিয়ে আসার পর সস্ত্রীক এখানেই আশ্রয় নেন বর্তমানে দুবাইয়ে স্বর্ণব্যবসায়ী আরাভ। স্ত্রী সাজেমা নাসরিনকে নিয়ে ভাড়া থাকতেন ফরতাবাদা এলাকার নরেন্দ্রপুর বস্তির জাকির হোসেনের বাড়িতে।

সেখানকার স্থানীয়রা জানিয়েছেন, এখানকার কেউ জানতো যে সে ভাড়াটিয়া। প্রথম দিকে তেমন বাইরে বের হতেন না। তার কাছে তেমন টাকাও ছিল না। তবে বাড়ির মালিকও তার ব্যপারে তেমন কিছু জানতেন না।
স্থানীয়রা আরও জানায়, মালিক জাকির ও তার স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলে বাবা-মা সাজিয়ে স্ত্রী এবং নিজের ভুয়া পাসপোর্ট তৈরি করেন আরাভ। সেই পাসপোর্ট ব্যবহার করে পাড়ি জমান দুবাই। তবে মালিক এগুলো কিছুই জানত না। এই বাড়িতে প্রায় চার বছর ছিলেন। সেই গ্রামে পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন আরাভ। ফলে ওই এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। কেউ কোনো দিন কল্পনা করেনি যে তিনি খুনের আসামি হতে পারেন।
বর্তমানে এই আরাভ দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই স্বর্ণের দোকানের মালিক। দোকানটিতে রেকর্ড পরিমাণ স্বর্ণের মজুত করেছেন আরাভ। ঘোষণা দিয়েছেন পুরোনো সব ব্যবসায়ীর চেয়ে কম দামে স্বর্ণ বিক্রির। দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের ৬৫ তলায় কিনেছেন ফ্ল্যাট।

বিলাসবহুল শহর দুবাইয়ে আরও ৪-৫টি ফ্ল্যাট রয়েছে তার। বানিয়েছেন একটি সুইমিংপুল, বাগানসহ বড় ডুপ্লেক্স বাড়িও। হয়েছেন দুবাইয়ের একটি গোল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি। যুক্তরাষ্ট্রে ‘আরাভ জুয়েলার্স’-এর আরও একটি ব্রাঞ্চ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন।

অথচ শূন্যহাতে ঢাকায় এসেছিলেন ফেরিওয়ালা বাবার সন্তান আরাভ। খুন করে দেশত্যাগের পর ছিলেন ভারতের বস্তিতে। আর এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। অথচ এই সম্পদের উৎস সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি তিনি।
সম্প্রতি বুধবার ‘আরাভ জুয়েলার্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশের অনেক তারকা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »