মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


তিন বছর আগেও আরাভ খান ছিলেন ভারতের বস্তিতে
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তিন বছর আগেও আরাভ খান ছিলেন ভারতের বস্তিতে

দুবাইয়ে বিলাসী জীবনযাপন করছেন সোনা ব্যবসায়ী আরাভ খান। মাত্র তিন বছর আগেও ভারতের বস্তি এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। খুনের আসামি হওয়ায় বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান। আশ্রয় নেন কলকাতার পাশে ইন নারায়ণপুর বস্তিতে। ভাড়া নেন একটি বাসা।

পরে বাসার মালিক দম্পতিকে ভুয়া মা বাবা বানিয়ে তৈরি করেন নকল ভুয়া পাসপোর্ট।
জানা গেছে, পশ্চিমবঙ্গে চব্বিশ পরগণা জেলার উদয় সংঘ ক্লাবের পাশে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন আলোচিত আরাভ খান। ভারতে পালিয়ে আসার পর সস্ত্রীক এখানেই আশ্রয় নেন বর্তমানে দুবাইয়ে স্বর্ণব্যবসায়ী আরাভ। স্ত্রী সাজেমা নাসরিনকে নিয়ে ভাড়া থাকতেন ফরতাবাদা এলাকার নরেন্দ্রপুর বস্তির জাকির হোসেনের বাড়িতে।

সেখানকার স্থানীয়রা জানিয়েছেন, এখানকার কেউ জানতো যে সে ভাড়াটিয়া। প্রথম দিকে তেমন বাইরে বের হতেন না। তার কাছে তেমন টাকাও ছিল না। তবে বাড়ির মালিকও তার ব্যপারে তেমন কিছু জানতেন না।
স্থানীয়রা আরও জানায়, মালিক জাকির ও তার স্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তোলে বাবা-মা সাজিয়ে স্ত্রী এবং নিজের ভুয়া পাসপোর্ট তৈরি করেন আরাভ। সেই পাসপোর্ট ব্যবহার করে পাড়ি জমান দুবাই। তবে মালিক এগুলো কিছুই জানত না। এই বাড়িতে প্রায় চার বছর ছিলেন। সেই গ্রামে পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন আরাভ। ফলে ওই এলাকায় সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। কেউ কোনো দিন কল্পনা করেনি যে তিনি খুনের আসামি হতে পারেন।
বর্তমানে এই আরাভ দুবাইয়ে ‘আরাভ জুয়েলার্স’ নামের ওই স্বর্ণের দোকানের মালিক। দোকানটিতে রেকর্ড পরিমাণ স্বর্ণের মজুত করেছেন আরাভ। ঘোষণা দিয়েছেন পুরোনো সব ব্যবসায়ীর চেয়ে কম দামে স্বর্ণ বিক্রির। দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ারের ৬৫ তলায় কিনেছেন ফ্ল্যাট।

বিলাসবহুল শহর দুবাইয়ে আরও ৪-৫টি ফ্ল্যাট রয়েছে তার। বানিয়েছেন একটি সুইমিংপুল, বাগানসহ বড় ডুপ্লেক্স বাড়িও। হয়েছেন দুবাইয়ের একটি গোল্ড অ্যাসোসিয়েশনের সভাপতি। যুক্তরাষ্ট্রে ‘আরাভ জুয়েলার্স’-এর আরও একটি ব্রাঞ্চ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন।

অথচ শূন্যহাতে ঢাকায় এসেছিলেন ফেরিওয়ালা বাবার সন্তান আরাভ। খুন করে দেশত্যাগের পর ছিলেন ভারতের বস্তিতে। আর এখন হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। অথচ এই সম্পদের উৎস সম্পর্কে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি তিনি।
সম্প্রতি বুধবার ‘আরাভ জুয়েলার্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানসহ দেশের অনেক তারকা উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক   দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
Translate »