রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



পায়রার বেড়িবাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত, আতঙ্কে হাজারো মানুষ
প্রকাশ: ১৩ জুলাই, ২০২২, ২:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পায়রার বেড়িবাঁধ ভেঙে ৭ গ্রাম প্লাবিত, আতঙ্কে হাজারো মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার (১২ জুলাই) ভোররাত থেকে পায়রা (বুড়িশ্বর) নদীর স্রোত বেড়ে যাওয়ায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুটি অংশ আকস্মিক ভেঙে প্রায় ১০০ মিটার পায়রা (বুড়িশ্বর) নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে জোয়ারের পানিতে তলিয়ে গেছে ওই ইউনিয়নের সাতটি গ্রাম।

পানির এ অবস্থা দেখে গ্রামবাসীর চোখের ঘুম হারাম হয়ে গেছে। এই গ্রামের পাশেই রয়েছে সোবাহানপাড়া, অংকুজানপাড়া, জয়ালভাঙ্গা গ্রাম। পানির আতঙ্কে এই গ্রামের কয়েক হাজার বাসিন্দাও নির্ঘুম রাত কাটাচ্ছেন।

গত দুই দশক ধরে ভয়ংকর পায়রা (বুড়িশ্বর) তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এবং জয়ালভাঙ্গা গ্রামের হাজার হাজার একর ফসলি জমি এবং ঘরবাড়ি গ্রাস করেছে। ভাঙনে সব হারিয়ে অনেক গ্রামবাসী বাস্তুচ্যুত হয়ে ঢাকা কিংবা বরিশালের বস্তিতে গিয়ে আশ্রয় নিয়ে বসবাস করছেন। নতুন করে বাঁধে ভাঙন শুরু হওয়ায় নিশানবাড়িয়া ইউনিয়নের সোবাহানপাড়া, অংকুজানপাড়া, জয়ালভাঙ্গা ও তেঁতুলবাড়িয়া গ্রামের চার হাজার মানুষের মধ্যে পানির আতঙ্ক শুরু হয়েছে।

নলবুনিয়া গ্রামের ষাটোর্ধ্ব নারী আলেয়া বেগম আক্ষেপের সুরে বলেন, বাবা, মোগো গ্রাম পানিতে তলাইয়া গেছে, মোরা এহন কুম্মে থাকমু, কই যামু।

জেলে নুরুল ইসলাম বলেন, খালি নদী ভাইঙ্গা মোগো সব শ্যাষ কইর‌্যা দেছে। যেডু জমি আছে হ্যাও ভাইঙ্গা গ্যালে পোলা-মাইয়া লইয়া কোনহানে যামু, এহন হেই চিন্তায় আছি।

ভাঙনে ক্ষতিগ্রস্ত তেঁতুলবাড়িয়া গ্রামের এমাদুল নামের এক ব্যক্তি বলেন, তিন বিঘা জমি ছিল, ছিল বড় বাড়ি। ছয়বারের ভাঙনে সব নদীতে লইয়া গ্যাছে। ভাঙনে সব বিলীন হওয়ায় এখন এক শতাংশ ফসলের জমিও নাই। কোনোমতে রাস্তার ধারে একটা ঘর বানাইয়া পোলা-মাইয়া লইয়া ঘুমাই। হেও আবার এহন ভয়ের মধ্যে আছি, ভাঙনে আবার ঘরডা লইয়া যায় কি না?

অপরদিকে সিডর, আইলা ও রোয়ানুসহ একাধিক দুর্যোগে ভাঙনে আমতলী উপজেলার বালিয়াতলী গ্রামটি বিলীনের পথে। এখানে বসবাসরত শত শত বাসিন্দা তাদের বসতবাড়িসহ কৃষিজমি হারিয়ে এখন নিঃস্ব হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। একই অবস্থা একই উপজেলার চাওরা ইউনিয়নের বৈঠাকাটা গ্রামেরও। এই গ্রামটিও একাধিকবার পায়রা (বুড়িশ্বর) নদীর ভাঙনে শত শত গ্রামবাসী জমি হারিয়ে এখন পথের ফকির হয়ে গেছে।

সর্বশেষ পানি উন্নয়ন বোর্ড এখানে একটি রিংবাঁধ নির্মাণ করলেও তা-ও এখন হুমকির মুখে রয়েছে। স্থানীয় গ্রামবাসী ভাঙনকবলিত স্থানে ব্লক নির্মাণের দাবি জানিয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ বলেন, বিকল্প বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। খুব শিগগিরই এর অনুমোদন পেয়ে যাব এবং এর কাজ শুরু করে দেব। ইতিমধ্যে এখানে সিআইপি প্রকল্পের ফেস-২-এর সার্ভে কাজ চলমান আছে। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »