শনিবার ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শনিবার ১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ


ফিলিস্তিনের ইব্রাহিমী মসজিদ বছরে বন্ধ থাকে ১০ দিন
প্রকাশ: ১ অক্টোবর, ২০২৫, ১:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনের ইব্রাহিমী মসজিদ বছরে বন্ধ থাকে ১০ দিন

অনলাইন নিউজ : এক তরফা সিদ্ধান্তে বছর জুড়ে অন্তত ১০ দিন মুসলমানদের জন্য পুরোপুরি মসজিদ বন্ধ রাখা হয় ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদ (হারামে ইবরাহিমি)। এই দিনগুলোতে ইহুদিরা এখানে উৎসব পালন করে।

একইভাবে মুসলিম ধর্মীয় দিবসেও ১০ দিন ইহুদিদের জন্যও বন্ধ রাখা হয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যা শুরুর পর থেকে মুসলমানদের জন্য এ নিয়ম মানা হয়নি।

ফিলিস্তিন বিজয়ের পর ১৫ হিজরিতে মুসলমানেরা এখানে মসজিদটি নিমার্ণ করেন। মসজিদটি বিভিন্ন সময় ইহুদি ও ক্রুডেস দখলের আওতায় ছিল।

৫৮৭ হিজরিতে আল আকসা বিজেতা সুলতান সালাহউদ্দীন আইয়ূবি মসজিদটি পুনরুদ্ধার করেন। মসজিদটি ১৯৬৭ সাল পর্যন্ত মুসলমানেদের অধীনে ছিল। ১৯৬৭ সালে ৪ জুন এতে ইসরায়েলি পতাকা স্থাপন করে দখলদার বাহিনী।

১৯৯৪ সালে এক চরমপন্থি ইহুদি বন্দুকধারীর হামলায় ২৯ জন মুসল্লি শহীদ হওয়ার পর থেকে মসজিদটির ৬৩ শতাংশ অংশ ইহুদিদের এবং মাত্র ৩৭ শতাংশ মুসলমানদের জন্য বরাদ্দ করে দেয় ইসরায়েল। আজানের ঘরটিও রাখা হয় ইহুদিদের অংশে।

বর্তমানে হেবরনের পুরোনো শহরাঞ্চলে অবস্থিত এই মসজিদ পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। সেখানে প্রায় ৪০০ ইহুদি বসতি স্থাপনকারী বাস করে, যাদের নিরাপত্তায় রয়েছে অন্তত দেড় হাজার ইসরায়েলি সেনা।

সাম্প্রতিক সময়েও ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদ (হারামে ইব্রাহিমী) তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

সোমবার ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মসজিদের সব রকম কার্যক্রম বন্ধ রাখবে, অজুহাত হিসেবে দেখানো হয়েছে তথাকথিত ‘ইহুদি ধর্মীয় উৎসব’।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পদক্ষেপকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রকাশ্য লঙ্ঘন এবং পবিত্র মসজিদকে লক্ষ্য করে চালানো সুপরিকল্পিত তৎপরতা হিসেবে নিন্দা জানিয়েছে।

তারা সতর্ক করে বলেছে, অধিকৃত বাহিনী ধীরে ধীরে মসজিদের ধর্মীয় স্বকীয়তা ধ্বংস করছে। এতে আজান বন্ধ রাখা, মুসল্লিদের প্রবেশে বিভিন্ন বাধা, গেটে ইলেকট্রনিক চেকপোস্ট বসানো, তল্লাশি চালানো এবং মসজিদের কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আন্তর্জাতিক মহল ও ইউনেসকোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন অবিলম্বে হস্তক্ষেপ করে এসব দখলদারি কার্যক্রম বন্ধ করা হয়।

ইসরায়েল গত সপ্তাহেও একই অজুহাতে মসজিদ বন্ধ রেখেছিল। এবারও তথাকথিত ‘ইয়োম কিপুর’ বা ইহুদি ধর্মীয় দিবসের আগে একই সিদ্ধান্ত নেওয়া হলো।

সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার   সারদা পুলিশ একাডেমি থেকে লাপাত্তা ডিআইজি এহসানউল্লাহ   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ   বরিশালে ফরচুন মিজানের ভাই রবিউল আটক
Translate »