রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



বরিশালে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য : হাজার টাকা দিলেই বৈধ
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য : হাজার টাকা দিলেই বৈধ

মামুর রশীদ নোমানী : ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কারণে সারা দেশের মানুষের আসা যাওয়া এ শহর বরিশালে। সেই সাথে প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরে আসা যাওয়া তো আছেই। সরকার তাদের জনগণের সেবা দেওয়ার উদ্দেশ্যে প্রেরণ করলেও অনেকে এ জেলায় আসেন টাকা কামাতে, এমন অভিযোগ ভুক্তভোগী অনেকের। বিশেষ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরবাসীর জানমালের নিরাপত্তায় দিনরাত পরিশ্রম করলেও কিছু কিছু দপ্তরের কর্মকাণ্ড নগরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। এদের জন্য পুরো প্রশাসনের দিকেই আঙুল তুলছে সাধারণ মানুষ।

বরিশাল মহানগরীতে দিন দিন বাড়ছে অবৈধ যানবাহন। অথচ নগরীতে সর্বোচ্চ ৫ হাজার বৈধ যানবাহন চলাচল সক্ষমতা রয়েছে। তবে মহানগরী এলাকায় বিআরটিএ থেকে অনুমোদিত ২ হাজার ৫শ সিএনজি ও গ্যাসচালিত অটোরিকশার পাশাপাশি ব্যাটারিচালিত ১০ থেকে ১২ হাজার ইজিবাইক চলাচল করায় নৈরাজ্য দেখা দিয়েছে। এতে করে নগরীতে বসবাসরত মানুষের চরম ভোগান্তি হচ্ছে।
নগরীর রূপাতলী, আমতলার মোড়, বাংলাবাজার, সদর রোড, নথুল্লাবাদ বাস টার্মিনাল, নতুনবাজার, চকবাজার, বাজার রোড, লঞ্চঘাটসহ বেশিরভাগ এলাকাতেই এসব যানের কারণে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। বরিশাল সিটি করপোরেশনের ৫৮ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৪শ কিলোমিটার পাকা সড়কের জন্য ইজিবাইকের ২ হাজার ৬৯০টি লাইসেন্সের নবায়ন বন্ধ রয়েছে ২০১৯ সালের জুন মাস থেকে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ব্যাটারিচালিত ওই অটোরিকশার লাইসেন্স নবায়ন বন্ধ রাখে সিটি করপোরেশন। কিন্তু বর্তমানে আগের এসব যানের সঙ্গে কয়েকগুণ বেশি ইজিবাইক, মোটরচালিত রিকশাসহ বিআরটিএ কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত গ্যাসচালিত অটোরিকশা, সিএনজি ও থ্রি-হুইলার (মাহিন্দ্র)সহ ২০ হাজারের চেয়ে বেশি যানবাহন দাবড়িয়ে বেড়াচ্ছে নগরীতে।

বরিশাল শহরে সবচে ভয়াবহ সমস্যা হচ্ছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। ব্যাটারিচালিত ইজিবাইকের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ নগরবাসী। কিছুদিন পূর্বেও শহরের প্রধান সড়কে প্রবেশ করতে পারত না এই ‘মিনি দানব’ ইজিবাইক। বর্তমানে অবাধে পুরো শহর দাপিয়ে বেড়াচ্ছে ‘মিনি দানব’ ইজিবাইক। ফলে প্রায় প্রতিদিনই একাধিক দুর্ঘটনা ঘটছে শহর ও শহরতলীতে। ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের দৌরাত্ম্যে সড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। বিভিন্ন পয়েন্টে অবৈধ ইজিবাইকের স্ট্যান্ড তৈরি করে স্থানীয় নেতা ও প্রশাসনের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।

পুলিশের দাবি, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের মতো যানবাহনের কোনো কাগজপত্র না থাকায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ইজিবাইকের ব্যাপারে সিটি করপোরেশনও  নিশ্চুপ।

জানা গেছে,  পুলিশের পক্ষ থেকে শহরে ইজিবাইক প্রবেশের ওপর মৌখিক নিষেধাজ্ঞার কথা বলা হলেও টাকার বিনিময়ে অবাধে শহরে ঢুকছে। মাঝে মধ্যে বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্টও বসতে দেখা গেলেও এগুলোকে আইওয়াশ বলে মনে করছে নগরবাসী। আবার বেশকিছু ইজি বাইক কতিপয়  পত্রিকার স্টিকার লাগিয়ে দেদারসে চলছে বলেও অভিযোগ রয়েছে। গোটা শহরে ইজিবাইক নিয়ন্ত্রণ করছে পুলিশের সোর্স পরিচয়ধারী ব্যক্তি। এরা প্রশাসন ও কতিপয় রাজনৈতিক নেতাদের মাসোহারা দিয়ে অবাধে ইজিবাইক চালিয়ে পুরো শহরকে জিম্মি করে রেখেছে।

কয়েকজন ইজিবাইক চালক জানান, এক হাজার থেকে দেড় হাজার টাকা করে মাসোহারা দিলে বরিশাল নগরীর যেকোনো এলাকায় প্রবেশ করা যায়। যেসব ইজিবাইকের মালিকরা মাসোহারা দেন, তাদের পত্রিকার নামে বিশেষ প্রেস লেখা স্টিকার ও টোকেন দেওয়া হয়। স্টিকার লাগানো ইজিবাইক পুলিশ আটকায় না। কিন্তু নিয়মিত মাসোহারার স্টিকার না থাকলে সেই ইজিবাইকগুলোকে আটকে জরিমানা আদায় করে  ট্রাফিক পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, নগরী জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে ইজিবাইকের কারণে। একাধিক ট্রাফিক পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও দেদার ইজিবাইক প্রবেশ করছে।

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, রিকশা-ভ্যান-ইজিবাইক চালকদের ওপর জুলুম করা হচ্ছে। পুলিশি হয়রানি বন্ধ না হলে সামনের দিনে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে।

সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল জেলা সভাপতি প্রফেসর শাহ সাজেদা জানান, বরিশাল নগরীতে প্রয়োজনের তুলনায় কয়েকগুণ যানবাহন চলাচল করায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। বিগত কয়েক বছর ধরে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করায় দিন দিন সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »