রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



বেতাগী খাদ্যগুদাম রিপেয়ারিং কাজে ব্যাপক দুর্নীতি
প্রকাশ: ১১ জুলাই, ২০২১, ৭:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেতাগী খাদ্যগুদাম রিপেয়ারিং কাজে ব্যাপক দুর্নীতি

মোঃ সজল মাহমুদ, বেতাগী প্রতিনিধিঃ

সারাদেশের পুরাতন খাদ্য গুদাম ও আনুসাঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মান প্রকল্পের আওতায় বরগুনার বেতাগী খাদ্য গুদামের সংরক্ষিত এলাকায় উন্নয়ন কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে ।

উন্নয়ন কাজে দরপত্রের নির্ধারিত সিডিউল মোতাবেক কাজ না করা এবং নিমানের নির্মান সামগ্রী ব্যবহার করার অভিযোগ রয়েছে।

জানা গেছে, ২০১৯-২০২০ অর্থ বছরের খাদ্য মন্ত্রনালয়ের অধীনে প্রকল্প পরিচালক মো. হুমায়ুন কবির স্মাক্ষরিত ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি তারিখে ১১৩ নম্বর স্মারকে ‘দেশের পুরাতন খাদ্য গুদাম ও আনুসাঙ্গিক সুবিধাদির মেরামত এবং নতুন অবকাঠামো নির্মান প্রকল্পের অনুমোদন দেন।

খাদ্য গুদাম সংরক্ষিত এলাকায় ১০ টি উন্নয়ন কাজের প্রতিটি প্যাকেজ নিধার্রণ করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় এই দরপত্র আহ্বান করা হয়। কাজের প্রাক্কলন অনুযায়ী বরগুনার বেতাগী খাদ্য গুদামের সংরক্ষিত এলাকায় উন্নয়ন কাজের বাংলাদেশ নৌ-বাহিনী নারায়নগঞ্জের সোনাকান্দা কর্তৃক পরিচালিত ‘ডকইর্য়াড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক’ নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পায় এবং এতে অর্থ বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ৬৮ লাখ টাকা। যা ২০২১ সালের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে।

বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরাতন থানা সংলগ্ন এলাকায় খাদ্য গুদামের সংরক্ষিত এলাকায় রাস্তা মেরামত কাজে এলাকাবাসীর অনিয়মের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে দেখা গেছে , রাস্তা মেরামত কাজে নিমানের ইট, খোয়া ও সিমেন্টসহ নির্মান সামগ্রী ব্যবহার করা হয়।খাদ্য গুদামে দরপত্রে রাস্তার মেরামত কাজে আর সিসি ঢালাইয়ের নিচে সিলিংয়ে ইট ব্যবহার করার নিয়ম থাকলেও তা করা হয়নি। নিমানের ইটের খোয়া ও বালু দিয়ে ম্যাগাডাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে রডগুলো গুনা দিয়ে বাধাঁ হলেও বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ করার সময় পলিথিন পেপারের ওপর বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। এরই মধ্যে শনিবার (১০ জুলাই) দুপুরে দেওয়া হয়েছে ঢালাই।
এ বিষয় ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্ব থাকা বরিশাল জেলা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আনিচুর রহমান বলেন,‘ ১ কোটি ৬৮ লাখ টাকার প্যাকেজে ওয়াল, মেইনগেট, ড্রইং ইয়ার্ড, অফিসকক্ষ, বাউন্ডারি ওয়াল, ১ হাজার মেট্রকটন খাদ্যশষ্য ধারণক্ষমতা সম্পন্ন ১ টি ও ৫ শ মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন ২ টি গুদাম, উপ-সহকারী খাদ্য পরিদর্শকের কক্ষ ১টি ও অফিস কাম কোয়ার্টারের কাজ রয়েছে এবং বরাদ্দের টাকা ফাঁকি দেওয়া হবে না বরং সিডিউল মোতাকেব কাজ করা হবে। ’

দায়িত্বে থাকা খাদ্য বিভাগের বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের উপ-বিভাগীয় প্রকৌশলী ফনিভূষণ দেবনাথ বলেন,‘ দরপত্রের সিডিউল মোতাবেক কাজ করা হবে এবং কাজে কোন অনিয়ম হবে না।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »