
বিডি ২৪ নিউজ অনলাইন: ভোলায় খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে এক সাংবাদিকের বাড়িতে চুরির চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অচেতন অবস্থায় পরিবারের দুই সদস্যকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে, ঢাকা মেইল ও খবর সংযোগের ভোলা জেলা প্রতিনিধি ইব্রাহিম আকতার আকাশের বাড়িতে।
ঘটনার সময় সাংবাদিক ইব্রাহিম আকতার আকাশ ব্যক্তিগত কাজে বরিশালে ছিলেন। বাড়িতে ছিলেন তার মা ফাতেমা বেগম, বাবা রফিকুল ইসলাম, দুই বোন ও ভগ্নিপতি জহিরুল ইসলাম।
ইব্রাহিম আকতার আকাশ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে তার মা ফাতেমা বেগম খাবার খান। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। প্রথমে শারীরিক অসুস্থতা ভেবে পরিবার তেমন গুরুত্ব না দিলেও, পরে রাত সাড়ে ১১টার দিকে ভগ্নিপতি জহিরুল ইসলাম বাড়ি ফিরে একই খাবার খাওয়ার পর তিনিও অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের ধারণা, বাসায় চুরি করার উদ্দেশে কেউ আগে থেকেই খাবারের সঙ্গে নেশাদ্রব্য মিশিয়ে রেখেছিল। তবে পরিবারের অন্য সদস্যরা খাবার না খাওয়ায় চোরচক্রের পরিকল্পনা ব্যর্থ হয়।
সাংবাদিক আকাশের বাবা রফিকুল ইসলাম বলেন, প্রথমে ভাবছিলাম স্ত্রী হয়ত শারীরিকভাবে অসুস্থ। কিন্তু জামাই একই খাবার খাওয়ার পর অচেতন হলে সন্দেহ হয়। এরপর খাবারের কিছু অংশ বিড়ালকে খাওয়ালে দু’টি বিড়ালও অসুস্থ হয়ে পড়ে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামছুল আলম জানান, খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মেশানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। রোগীরা এখন আশঙ্কামুক্ত আছেন এবং ধীরে ধীরে সেরে উঠছেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ঘটনাটি খতিয়ে দেখছে। এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।