বৃহস্পতিবার ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


সামাজিক মাধ্যম ‘হ্যাঁ-না’ পোস্টারে সয়লাব
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যম ‘হ্যাঁ-না’ পোস্টারে সয়লাব

বিডি ২৪ নিউজ অনলাইন: ‘হ্যাঁ এবং না’ পোস্টারে সয়লাব সামাজিক মাধ্যম। নিউজফিডজুড়ে ভেসে বেড়াচ্ছে ‘হ্যাঁ’ ‘না’ পোস্ট। বুধবার (২৯ অক্টোবর) মধ্যরাত থেকে বিভিন্ন দলেন নেতাকর্মীরা কেউ ‘হ্যাঁ’ আবার কেউ ‘না’ লিখে পোস্ট দিচ্ছেন।

জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণভোটের বিপক্ষে ‘না’ পোস্ট দিয়ে প্রচারণা শুরু করেছেন। এর বিপরীতে অংশ নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের জন্য প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ পোস্ট দিয়ে প্রচারণা শুরু করেছেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি বলছে, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গেই হতে হবে—এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী নভেম্বরেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, সংসদ নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত, যদিও তারা নির্দিষ্ট সময় বলেনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও ফটোকার্ডটি শেয়ার করেছেন। তার পোস্টে কমেন্টে মো. ফারুক আহমেদ বিজয় নামের একজন মন্তব্য করেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে বাংলার মাটিতে কোনো গণ ভোট হবে না। এই প্রতিজ্ঞাই হবে আন্দোলনের নতুন স্লোগান।‘

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে ‘হ্যাঁ’ লিখে পোস্ট করা হয়েছে। পোস্টের কমেন্ট কেউ ‘হ্যাঁ’ আবার কেউ ‘না’ লিখে মন্তব্য করছেন।

এদিকে গত মঙ্গলবার সরকারকে কমিশন যে সুপারিশ দিয়েছে, তাতে ‘চব্বিশের গণঅভ্যুত্থানের ক্ষমতাবলে’ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ জারি করার প্রস্তাব রয়েছে। কমিশনের মতে, আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হবে এবং গণভোটে অনুমোদন পেলে আগামী নির্বাচন দ্বৈত ভূমিকার সংসদ গঠনের পথ খুলে দেবে। সেই সংসদের সদস্যদের দিয়েই গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ, যার হাতে থাকবে সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনের ক্ষমতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিএনপি একমত নয়, এ নিয়ে আলোচনারও সুযোগ নেই।’

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের সুপারিশ বিএনপির জন্য বাধ্যতামূলক নয়, কারণ নির্বাচনের সিদ্ধান্ত নেবে দেশের রাজনৈতিক দলগুলোই। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, তত্ত্বাবধায়ক সরকারের আদল ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

অন্যদিকে জামায়াতে ইসলামী বলেছে, সুপারিশে গণভোটের সময় নির্ধারণ না থাকায় তারা সন্তুষ্ট নয়। দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, ‘জামায়াত নভেম্বরের মধ্যেই গণভোটের দাবি জানাচ্ছে।’ তিনি আরও বলেন, আদেশটি আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির নয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জারি করতে হবে।

এনসিপি সুপারিশগুলোকে সামগ্রিকভাবে ইতিবাচক দেখছে, তবে তাদেরও অবস্থান হলো—জুলাই জাতীয় সনদের আদেশ জারি করতে হবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘নোট অব ডিসেন্টের কার্যকারিতা না রাখা এবং ‘হ্যাঁ’–‘না’ ভোটের মাধ্যমে গণভোটের প্রস্তাব আমরা ইতিবাচকভাবে দেখি।’ এনসিপি নেতারা মনে করেন, নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হলে তা দলীয় প্রভাবমুক্ত থেকে জনগণের মতামতকে প্রতিফলিত করবে।

সব মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানে স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে—বিএনপি চাইছে একই দিনে ভোট, জামায়াত চাইছে নভেম্বরে গণভোট, আর এনসিপি চাইছে নির্বাচনের আগেই, অন্তর্বর্তী সরকারের অধীনে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  দালাইলামা মডেলে হাসিনাকে নিয়ে নানা পরিকল্পনা দিল্লির   শিক্ষা প্রকৌশল অধিদফতর বরিশালে বাস্তবায়ন করছে ৭শ’ কোটি টাকার প্রকল্প   বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ   চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড,সব যাত্রী নিরাপদে   কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার   জেলের স্ত্রীকে ভয় দেখিয়ে হিজলা মৎস্য কর্মকর্তার ঘুষ গ্রহণ   বরগুনার কৃষি কর্মকর্তার অফিসই বাসা!   বরিশালে ভাই-ভাই দ্বন্দ্বে বড়ভাইকে মারধর   বাগেরহাটে বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপুর নেতিবাচক কর্মকাণ্ড   অর্থ কেলেঙ্কারীতে আটক হওয়া সাইদুর গুরুত্বপূর্ণ দায়িত্বে   বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম আকন নিহত   বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা   গণপূর্তের কমিশন কিং প্রকৌশলী শাহ আলম ফারুক   ঢাকা থেকে বরিশাল রুটে পি এস মাহসুদ চলবে প্রতি শুক্রবার   চট্টগ্রামের মাফিয়া ডন পাপ্পীর যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা বাতিলের আবেদন   পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের মাঝে থাকা ডুরান্ড লাইন,দীর্ঘদিন ধরেই চলে আসছে বিতর্ক   বিতর্কিত প্রকৌশলী ইকবাল কবিরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক   কালচারাল অফিসার অসিত বরন পালিয়ে গেল গভীর রাতে   বরিশালের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আতিকুল’র সঙ্গে বন্ধু ফুলকাম বাদশার স্ত্রীর পরকীয়ার অভিযোগ   মা ইলিশ বাঁচাতে জলকামান ব‌্যবহার
Translate »