বৃহস্পতিবার ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ


স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন আবু ত্বহার স্ত্রী সারা
প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেন আবু ত্বহার স্ত্রী সারা

বিডি ২৪ অনলাইন নিউজ: আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে আবারও পরকীয়ার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী সাবিকুন নাহার সারা। শনিবার (১১ অক্টোবর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, আদনান তাঁর কলেজ জীবনের পুরনো প্রেমিকা এবং বর্তমানে একজন এয়ার হোস্টেসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন।

সারা লিখেছেন, “এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিগণও মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের উস্তাদ আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার ১৫ বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা, বর্তমান এয়ার হোস্টেসের।”

তিনি আরও অভিযোগ করেন, “তারা নিয়মিত চ্যাটবক্সে ফিলিংস আদান-প্রদানসহ ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলছেন। আবার তিনি তাঁর (জারিনের) সঙ্গে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছাও পোষণ করেন এবং সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন। আসলে আপনাদের দেওয়া টাকায় গড়া তাঁর প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যেকোনো নারীর সঙ্গে একান্তে মিট করার কারখানা।”

সারা দাবি করেছেন, তিনি এসব আচরণে প্রতিবাদ করায় উল্টো তাঁকেই অভিযুক্ত করা হয়েছে এবং পারিবারিকভাবে তাঁকে মানসিকভাবে চাপে রাখা হয়েছে।

তার ভাষায়, “এগুলো থেকে তাঁকে খুব বিরত রাখতে চেয়ে অস্থির হতাম, বিধায় আমাকে তাঁর আশপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানানো হয়েছে। নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করেছেন।”

একই পোস্টে সারা আরও লিখেছেন যে, তিনি বর্তমানে মানসিক ও শারীরিকভাবে ভালো নেই এবং এজন্য তাঁর অনলাইন তালিম আপাতত স্থগিত রাখছেন।

পোস্টের নিচে করা এক মন্তব্যে সারা আবারও জোর দিয়ে বলেন, “আমি মিথ্যা বলিনি। নিছক সন্দেহের বশে লেখার তো প্রশ্নই আসে না। উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাঁধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাঁকে নির্দোষ প্রমাণের আস্ফালন তাঁকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না। হতে পারে, আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দ্বীনের বড় উপকারে আসবেন। আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি। আমি আমার পরোয়া করি না। আমি স্বার্থান্বেষী, নেইম-ফেইম বিলাসীও নই।”এ ঘটনায় এখনো পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে কোনো নতুন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে এর আগে, গত সপ্তাহে স্ত্রীর অনুরূপ অভিযোগের পর তিনি এক ফেসবুক পোস্টে বলেছিলেন, “স্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য ভুল বোঝাবুঝির ফল। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।”

এরপর সারা আগের পোস্টটি মুছে ফেলে ক্ষমা প্রার্থনাও করেছিলেন। তবে কয়েক দিন না যেতেই ফের এমন অভিযোগ তুলে তিনি নতুন করে আলোচনায় আসেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিতর্কিত প্রকৌশলী ইকবাল কবিরের দুর্নীতি অনুসন্ধান করবে দুদক   কালচারাল অফিসার অসিত বরন পালিয়ে গেল গভীর রাতে   বরিশালের এলজিইডি নির্বাহী প্রকৌশলী আতিকুল’র সঙ্গে বন্ধু ফুলকাম বাদশার স্ত্রীর পরকীয়ার অভিযোগ   মা ইলিশ বাঁচাতে জলকামান ব‌্যবহার   সুনামগঞ্জের ছাতকে সোনাই নদীর বালু লুটে প্রভাবশালী সিন্ডিকেট   বরগুনার তালতলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে   পালিয়ে যেতে পারে বরিশাল শিল্পকলার অসিত বরন দাশ   আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের   জাতীয় নির্বাচনের তফশিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে:সিইসি   বরিশাল শিল্পকলার সেই বিতর্কিত অসিতকে এবার ব্রাহ্মণবাড়িয়াতে বদলি   কুমিল্লা শিক্ষাবোর্ড: ইংরেজি ও উচ্চতর গণিতে ভরাডুবি   বাউফলে শিক্ষক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা   টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা
Translate »