রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ



বরিশাল সিটি নির্বাচন
২০ এপ্রিল বরিশালে ফিরবেন খোকন সেরনিয়াবাত, বরণ করতে প্রস্তুত নেতা–কর্মীরা
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

২০ এপ্রিল বরিশালে ফিরবেন খোকন সেরনিয়াবাত, বরণ করতে প্রস্তুত নেতা–কর্মীরা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এখনো বরিশালে ফেরেননি। ২০ এপ্রিল বরিশালে ফিরবেন । এ কারণে তাঁকে বরিশালে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তাঁর সর্মথক নেতা–কর্মীরা।

ঈদের পর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ যৌথ বর্ধিত সভা করবে। সেখানে আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারে নামার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে দলীয় নেতারা আভাস দিয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস  বলেন, ‘দল যাঁকে মনোনয়ন দিয়েছে, আমাদের তাঁর পক্ষে কাজ করতে হবে। আমরা তাঁকেই সমর্থন করি এবং করব। এ জন্য ঈদের পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের একটি যৌথ বর্ধিত সভা করা হবে। সেখানে কীভাবে দল প্রার্থীর পক্ষে কাজ করবে, সেটি আলাপ-আলোচনা করে চূড়ান্ত করা হবে।’

রোববার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আবার ঢাকায় ফিরে যান আবুল খায়ের আবদুল্লাহ। তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আবুল খায়ের। এ ছাড়া দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের যাবতীয় নির্দেশনা নেবেন। এরপর ঈদের আগেই বরিশালে ফিরবেন তিনি। আবুল খায়ের আবদুল্লাহ বলেন,  প্রস্তুতিমূলক কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করতে একটু সময় লাগছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই ।বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল করেছেন তাঁর সমর্থকেরা। শনিবার বিকেলে

রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও রাজনীতিতে কখনো সক্রিয় ছিলেন না আবুল খায়ের আবদুল্লাহ। তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার পেছনের সমীকরণটা মেলাতে পারছেন না বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর সমর্থকেরা। তাঁদের আর আগের মতো শহরে সক্রিয় দেখা যাচ্ছে না।

বরিশাল মহানগর আওয়ামী লীগ সাদিক আবদুল্লাহর নিয়ন্ত্রণে। গত পাঁচ বছরে তিনি নিজের সমর্থকদের নিয়ে নগরের ৩০টি ওয়ার্ডের কমিটি গঠন করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর বাবা সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। বর্ষীয়ান এই নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ১ নম্বর সদস্য। ফলে জেলা আওয়ামী লীগও সাদিক আবদুল্লাহর পক্ষে। এ কারণে জেলা ও মহানগর আওয়ামী লীগ সাদিক আবদুল্লাহকে একক প্রার্থী হিসেবে কেন্দ্রের কাছে প্রস্তাব করেছিল।

তবে সাদিক আবদুল্লাহ বরিশালে দলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বড় একটি অংশ দল থেকে ছিটকে পড়ে। অংশটি প্রয়াত মেয়র শওকত হোসেনের সমর্থক হিসেবে পরিচিত।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবুল খায়ের আবদুল্লাহর দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গতকাল সোমবার জমা দেওয়া হয়

এ ছাড়া সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সমর্থক একটি অংশ রয়েছে। আবুল খায়ের আবদুল্লাহ মনোনয়ন পাওয়ায় এই দুই অংশই এখন আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে।

এমন পরিস্থিতিতে আবুল খায়ের আবদুল্লাহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের কতটা আন্তরিক সমর্থন পাবেন, এ প্রশ্নও এখন নগরজুড়ে আলোচনা হচ্ছে।

বরিশাল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দীন  বলেন, আবুল খায়ের আবদুল্লাহ জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী। দল তাঁর পক্ষে কাজ করবে, এটাই স্বাভাবিক। তা ছাড়া আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে যে জনমতের জোয়ার, তাতে ভোটাররাই তাঁর কর্মী হিসেবে কাজ করবেন। প্রকৃত আওয়ামী লীগের নেতা–কর্মীদের এখন আর দলে পদ–পদবি নেই। নির্বাচনী মাঠে তাঁরাই দলের পক্ষে সবচেয়ে বেশি কাজ করেন। বিশাল অংশটি আবুল খায়ের আবদুল্লাহর পক্ষে মাঠে নেমে গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

 

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  টেইলার্সের কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার   পটুয়াখালীতে র‍্যাবের গাড়ি ও বাসের সংঘর্ষে নিহত তিন   বরিশাল-কুয়াকাটা সড়কের হাজিপুর সেতুতে নির্ধারিত টোলের চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়   মেহেন্দীগঞ্জে জেলেদের দুই গ্রুপে সংঘর্ষ,নিখোঁজ জেলের লাশ উদ্ধার   বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী   বরিশালের ৬টি আসনে হেভিওয়েটের ছড়াছড়ি, থাকছে বিদ্রোহীর শঙ্কা   বরগুনায় সমাজসেবা উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ   বিএনপি নেতা লিটনের বিরুদ্ধে ধর্ষণ মামলা   পটুয়াখালীতে ‎৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা   সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ শিকারের দায়ে ১১ জেলের কারাদণ্ড   ভোলা উপকূলে ‘মা’ ইলিশ রক্ষায় রেড অ্যালার্ট, জেলেদের ঋণের কিস্তি নেয়ায় নিষেধাজ্ঞা   বরিশালে ভুয়া জেলে কার্ডের ছড়াছড়ি,প্রকৃত জেলেরা দুর্দশায়   বরিশালে উচ্ছেদ হলো আদালতের ন্যায়কুঞ্জে গড়া হোটেল   আমতলীতে ১৬ শিক্ষক-কর্মচারীর মাদ্রাসায় শিক্ষার্থী ১৫   বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা   ময়মনসিংহের তারাকান্দায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা   খুলনায় গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা   বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে জাল নোট তৈরি, আ.লীগের নতুন পরিকল্পনা ফাঁস!   খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় তিন মামলা   টেকনাফ থেকে নারী-শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার
Translate »