নরসিংদী শিবপুর মডেল থানা পুলিশের অভিযানে চিহ্নিত ডাকাত দলের ১ সদস্য গ্রেফতার
Reporter Name
আপডেটের সময় :
বৃহস্পতিবার, জুন ১১, ২০২০
781 দেখুন
নিউজ ডেস্ক:নরসিংদী শিবপুর মডেল থানার এসআই/আফজাল মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার ৯ জুন ২০২০খ্রি. তারিখ রাত ০৯.৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানাধীন খৈনকুট এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য একাধিক ডাকাতি মামলার আসামি ১। রতন মিয়া (৩২), পিতা- আকিবুর রহমান @ হাকি, সাং-খৈনকুট, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রতনের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় ৪টি ডাকাতি, ১টি ছিনতাই দ্রুত বিচার আইনে, ১টি চুরি, ১টি মানব পাচার ও ২টি অন্যান্য ধারায় মামলাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে ২টি জিআর গ্রেফতারি পরোয়ানা শিবপুর মডেল থানায় মুলতবী রয়েছে।
উক্ত আসামীকে গ্রেফতারি পরোয়ানা মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।